দীর্ঘদিন ধরে ভাবছি MS PowerPoint 2007 এর সম্পূর্ণ বাংলা টিউটোরিয়াল তৈরি করবো। কিন্তু সময়ের অভাবে কোনভাবেই পেরে উঠছিলাম না। অবশেষে আল্লাহ্ সুবহানু তা‘য়ালার অশেষ কৃপায় তা করতে সমর্থ্য হলাম। জানিনা কতটুকু করতে পেরেছি। তবে অক্লান্ত চেষ্টা করেছি টিউটোরিয়ালগুলো ইনফরমেটিক করে তোলার। সম্পূর্ণ বাংলা ভাষায় কম্পিউটার টিউটোরিয়াল তৈরি করা সত্যিই কঠিন কাজ। বোঝার সুবিধার জন্য অনেক ইংরেজি শব্দ অনুবাদ না করে ইংরেজি শব্দটি বসিয়েছি।
মানুষ মাত্রই ভুল করে থাকে। আমিও তার উর্দ্ধে নয়। আর এ কাজগুলি একঘেয়ামি হওয়াতে ভুল আরও বেশি হওয়ার সম্ভাবনা থাকে। পাঠকবৃন্দের কাছে আগেই ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে কমেন্টস করে জানালে শুদ্ধ করবো, ইনশাআল্লাহ্।
মাইক্রোসফ্ট পাওয়ার পয়েন্ট ২০০৭ এর সম্পূর্ণ বাংলা টিউটোরিয়াল লিস্ট (পিডিএফ ফরমেট সহ)
- পাওয়ার পয়েন্টে কাজ শুরু করা । পর্ব ১ [ডাউনলোড পিডিএফ]
- প্রেজেনটেশনের ধারণা । পর্ব ২ [ডাউনলোড পিডিএফ]
- টেক্সট ফরম্যাটিং কমান্ড । পর্ব ৩ [ডাউনলোড পিডিএফ]
- থিম ও ব্যাকগ্রাউন্ড স্টাইলস । পর্ব ৪ [ডাউনলোড পিডিএফ]
- পিকচার এন্ড ক্লিপ আর্ট । পর্ব ৫ [ডাউনলোড পিডিএফ]
- বুলেট এবং নাম্বারিং ব্যবহার । পর্ব ৬ [ডাউনলোড পিডিএফ]
- বানান ও ব্যাকরণ শুদ্ধ করা । পর্ব ৭ [ডাউনলোড পিডিএফ]
- স্লাইড ভিউ ও প্রিন্ট করা । পর্ব ৮ [ডাউনলোড পিডিএফ]
- ওয়ার্ড আর্ট এবং সেইপ । পর্ব ৯ [ডাউনলোড পিডিএফ]
- টেবিল ইনসার্ট ও ফরমেট । পর্ব ১০ [ডাউনলোড পিডিএফ]
- পাওয়ার পয়েন্টে চার্ট ব্যবহার । পর্ব ১১ [ডাউনলোড পিডিএফ]
- মুভি সংযোজন করা । পর্ব ১২ [ডাউনলোড পিডিএফ]
- সাউন্ড সংযোজন করা। পর্ব ১৩ [ডাউনলোড পিডিএফ]
- টেক্সট ও অবজেক্ট এনিমেশন । পর্ব ১৪ [ডাউনলোড পিডিএফ]
- এলাইনমেন্ট অবজেক্ট । পর্ব ১৫ [ডাউনলোড পিডিএফ]
- স্লাইডে ট্রানজিশন দেয়া । পর্ব ১৬ [ডাউনলোড পিডিএফ]
- স্লাইড মাস্টার এর ব্যবহার । পর্ব ১৭ [ডাউনলোড পিডিএফ]
- ইনডেনটেশন ও লাইন স্পেসিং । পর্ব ১৮ [ডাউনলোড পিডিএফ]
- স্মার্ট আর্ট ইলাসট্রেসন করা । পর্ব ১৯ [ডাউনলোড পিডিএফ]
- হাইপারলিংক ও এ্যাকশন বাটন । পর্ব ২০ [ডাউনলোড পিডিএফ]
লেখাগুলু অনেক সুন্দর হয়েছে। কিন্তু ভাইয়া ১৩-২০ পর্যন্ত ভিডিও ডাউনলোড হয় না ।
১৩-২০ পর্যন্ত লিংক আপডেট করা নেই। ইনশাআল্লাহ্, খুব তাড়াতাড়ি আপডেট করবো।
All the best , Thank you for deliver your kind to us. this is opportunity of everybody, if they follow it. Again thanks