আমাদের সম্পর্কে

আমি সৈয়দ হাসিমুল কবির রানা। বাংলাদেশের টাঙ্গাইল জেলার সদর থানার দেওলা গ্রামের স্থায়ী বাসিন্দা।

বাবার কথার বাইরে নিজের মনচাহি জিন্দেগী বেছে নেয়ায় শেষ পর্যন্ত কোন কিছুই হয়নি। লেখাপড়া বলতে সরিকারি সা’দত বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল -এ বি.এসসি -তে অধ্যয়ন করি।

হঠাৎ করে ১৯৯৪ সালে আমার এক মামার কম্পিউটার প্রশিক্ষণ ইন্সটিটিউটে বেড়াতে যাই। কখন যেন মনের অজান্তেই কম্পিউটার এর ওপর দুর্বল হয়ে পড়লাম। অদম্য ইচ্ছা জেগে বসলো – কম্পিউটার চালানো শিখতে হবে। বিধাতা আমার এ আশা সহজ করে দিলেন।

ঐ সময় মামার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষকের সংকট ছিল। মাথায় ভূত চাপলো মামার ট্রেনিং সেন্টারে থেকে গেলে কেমন হয়। যেমন কথা তেমন কাজ।

শুরু হলো নতুন জীবন।

সারারাত কম্পিউটারের সামনে বসে থাকতাম। আর দিনের বেলায় প্রশিক্ষকের পাশাপাশি ছাত্রদের সহযোগিতা করতাম।

বছর খানিকের মাথায় হঠাৎ করেই সেন্টারটি বন্ধ হয়ে গেল।

কিন্তু আমার মন কম্পিউটার ট্রেনিং সেন্টার এর স্বপ্ন দেখতে শুরু করে দিল।

গিন্নির সহযোগিতায় একটি ব্রান্ড কম্পিউটারের মালিক হয়ে গেলাম এবং একটি দোকান ঘর ভাড়া নিয়ে শুরু করি “হা-মিম আইটি”

আজ প্রায় ২৭ বছর হতে চলছে। অবশেষে ২০১৫ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক প্রতিষ্ঠানটি সরকারিকরণ হয়।

বর্তমানে ”হা-মিম আইটি (বিটিইবি কোড: ৫৪২১৮)” কম্পিউটার ট্রেনিং সেন্টারটি নার্সারি রোড, নতুন বাস টার্মিনাল, টাঙ্গাইল -এ কোনভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

অবশেষে নিজের কম্পিউটার জ্ঞান শেয়ার করার জন্য বেছে নিলাম বাংলা ভাষায় কম্পিউটারের বিভিন্ন এ্যাপ্লিকেশন প্রোগ্রামের টিউটোরিয়াল লেখা।

টাইটেলে আমাদের সম্পর্কে বলতে আমি এখন আর একা নই, সাথে আমার ২ ছেলে ও ১ মেয়ে।

টিমের সদস্য:

সৈয়দ হাসিমুল কবির রানা
প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক

সৈয়দ নাহিদ হাসান মিম
ওয়েব ডিজাইনার

মালিহা আফরিন
কনটেন্ট রাইটার