কিভাবে বিভিন্ন পদ্ধতিতে এমএস ওয়ার্ড চালু করা যায়?

কোন প্রোগ্রাম ব্যবহার করার পূর্বে প্রথমে প্রোগ্রামটি চালু করতে হয়। ভাবছেন কোথা থেকে, কিভাবে এমএস ওয়ার্ড চালু করা যায়? সাথেই থাকুন এবং সহজেই শিখে নিন কম্পিউটারে কিভাবে কোন প্রোগ্রাম চালু করা যায়।

মাইক্রোসফট অফিস প্যাকেজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন হলো এমএস ওয়ার্ড (MS Word)। ডকুমেন্ট তৈরির জন্য এটি একটি শক্তিশালী এবং সবচেয়ে জনপ্রিয় টুল। বর্তমানে অফিসিয়াল থেকে ব্যক্তিগত সকল কাজেই এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

এমএস ওয়ার্ড ২০১৬ ভার্সনটি আরও নতুন বিভিন্ন উন্নত ফিচার ও ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেস নিয়ে এসেছে। ফলে ব্যবহারকারীদের জন্য ডকুমেন্ট তৈরি, সম্পাদনা, এবং শেয়ার করা আরও সহজ হয়েছে।

বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে দ্রুত MS Word চালু করা

এই আর্টিকেলে Windows অপারেটিং সিস্টেম ব্যবহার করে ধাপে ধাপে কীভাবে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে দ্রুত MS Word চালু করা যায় তা বিস্তারিত চিত্রসহ বর্ণনা করা হয়েছে। এক্ষেত্রে Windows 10 ব্যবহার করে দেখানো হয়েছে। যে কোন ভার্সনেই একটি প্রায় একই।

ধাপ ১: কম্পিউটার চালু করুন

প্রথমে কম্পিউটার বা ল্যাপটপটি চালু করুন। কম্পিউটার বা ল্যাপটপ চালু করার জন্য পাওয়ার বাটন চাপুন এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম পুরোপুরি লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

ধাপ ২: স্টার্ট মেনুতে যান

কিভাবে বিভিন্ন পদ্ধতিতে এমএস ওয়ার্ড চালু করবেন

কম্পিউটার চালু হওয়ার পর সবার নিচের বাম কোণায় থাকা স্টার্ট মেনু আইকনটিতে ক্লিক করুন। এটি একটি উইন্ডোজ লোগো যুক্ত বাটন যা টাস্কবারের বাম কোণে থাকে।

ধাপ ৩: এমএস ওয়ার্ড খুঁজে বের করুন

Start মেন্যু থেকে সার্চ করে এমএস ওয়ার্ড চালু করা

স্টার্ট মেনু ক্লিক করার পর সরাসরি MS Word বা Microsoft Word টাইপ করে সার্চ করতে পারেন। সার্চ ফিল্ডে লেখাটি টাইপ করলে Microsoft Word নামের অ্যাপ্লিকেশনটি তালিকায় দেখাবে।

ধাপ ৪: এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি চালু করুন

Microsoft Word আইকনটিতে ক্লিক করুন। এতে MS Word চালু হবে এবং একটি নতুন ডকুমেন্ট খোলার অপশন দেখাবে।

ধাপ ৫: নতুন ডকুমেন্ট তৈরি করুন

MS Word চালু হওয়ার পর নতুন ডকুমেন্ট তৈরি করতে চাইলে Blank Document এ ক্লিক করুন। অথবা, যদি পূর্বে তৈরি কোনো ডকুমেন্ট ওপেন করতে চান তবে Open অপশনে গিয়ে সেই ডকুমেন্টটি খুঁজে বের করে ওপেন করতে পারেন।

ধাপ ৬: কাজ শুরু করুন

এখন MS Word এর প্রধান ইন্টারফেস চালু হয়েছে। এখান থেকে টেক্সট টাইপ করা, ফরম্যাটিং, ছবি যোগ করা ইত্যাদি কাজ করা যাবে।

MS Word চালু করার বিভিন্ন পদ্ধতিসমূহ

বিভিন্ন পদ্ধতিতে এমএস ওয়ার্ড চালু করা যায়। নিম্নে বিভিন্ন পদ্ধতিসমূহ বর্ণিত হলো:

স্টার্ট মেনু থেকে চালু করা

এটি MS Word চালু করার সবচেয়ে সাধারণ পদ্ধতি।

  • প্রথমে স্টার্ট মেনু আইকনে ক্লিক করুন।
  • তারপর Microsoft Word বা MS Word লিখে সার্চ করুন।
  • ফলাফল তালিকায় Microsoft Word অ্যাপ্লিকেশনটি দেখাবে।
  • এবারে অ্যাপ্লিকেশন এর ওপর ক্লিক করলে অ্যাপ্লিকেশনটি চালু হবে।

ডেস্কটপ আইকন থেকে চালু করা

MS Word ইনস্টল করার সময় শর্টকাট অপশন ব্যবহারে স্বয়ক্রিয়ভাবে ডেস্কটপে শর্টকাট আইকন তৈরি হয়।

  • ডেস্কটপে যদি Microsoft Word এর আইকন থাকে তবে সেই আইকনে ডাবল ক্লিক করলেই MS Word চালু হবে।

কুইক লঞ্চবার থেকে চালু করা

টাস্কবারে অনেক সময় কুইক লঞ্চ বার থাকে যেখানে প্রায়শই ব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলোর আইকন রাখা থাকে।

  • যদি MS Word এর আইকনটি কুইক লঞ্চবারে যোগ করা থাকে তবে একবার ক্লিক করলেই MS Word চালু হবে।
  • কুইক লঞ্চবারে এমএস ওয়ার্ড এর আইকন যোগ করা না থাকলে সহজেই তা যোগ করে নিতে পারেন।

রান কমান্ড ব্যবহার করে চালু করা

রান কমান্ড ব্যবহার করে MS Word চালু করার পদ্ধতিটি নিচে বর্ণিত হলো:

  • প্রথমে Windows + R চাপুন। এতে রান ডায়ালগ বক্সটি খুলবে।
  • সেখানে winword টাইপ করে Enter চাপুন। এতে সরাসরি MS Word চালু হয়ে যাবে।

পিন টু টাস্কবার থেকে চালু করা

MS Word চালু হওয়ার পর আপনি চাইলে সেটিকে টাস্কবারে পিন করে রাখতে পারেন।

পিন টু টাস্কবার থেকে MS Word চালু করা
  • পিন করার জন্য MS Word এর আইকনটির ওপর মাউসের রাইট বাটন ক্লিক করে Pin to Taskbar নির্বাচন করুন।
  • এরপর টাস্কবারে থাকা সেই আইকনটিতে ক্লিক করে সহজে এমএস ওয়ার্ড চালু করা যাবে।

ফাইল এক্সপ্লোরার থেকে চালু করাে

এমএস ওয়ার্ড এর সকল ভার্সনই ফাইল এক্সপ্লোরার ব্যবহার করে চালু করা যায়। নিম্নে বিস্তারিত দেখুন:

  • প্রথমে কম্পিউটারের File Explorer বা This PC খুলুন।
  • এরপর C: ড্রাইভ থেকে Program Files বা Program Files (x86) ফোল্ডারে যান।
  • এরপর Microsoft Office ফোল্ডারটি খুঁজে নিন এবং সেটির মধ্যে থাকা OfficeXX (XX হল ভার্সন নম্বর) ফোল্ডারে ঢুকে WINWORD.EXE ফাইলটি খুঁজে পেয়ে তাতে ডাবল ক্লিক করুন।

পূর্বে তৈরি কোনো Word ডকুমেন্ট থেকে এমএস ওয়ার্ড চালু করা

যদি কম্পিউটারে পূর্বে তৈরি কোনো .docx ফাইল থাকে তবে সেই ডকুমেন্টের উপর ডাবল ক্লিক করলেই সরাসরি MS Word চালু হয়ে ডকুমেন্টটি ওপেন হবে।

কন্ট্রোল প্যানেল বা সার্চ অপশন থেকে চালু করা

  • কন্ট্রোল প্যানেল এ গিয়ে Programs and Features এ ক্লিক করে Microsoft Office থেকে MS Word অ্যাপ্লিকেশনটি চালু করতে পারেন।
  • অথবা, Windows SearchMicrosoft Word লিখেও সহজে খুঁজে পাওয়া যাবে এবং সেখানে ক্লিক করলেই এটি চালু হবে।

উপসংহার

আশা করি বুঝতে পেরেছেন যে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম ১০ ব্যবহার করে কিভাবে বিভিন্ন পদ্ধতিতে এমএস ওয়ার্ড চালু করা যায়। একইভাবে কম্পিউটারে ইন্সটলকৃত ভিন্ন প্রোগ্রামগুলো চালু করা যায়।

স্টার্ট মেনু, ডেস্কটপ শর্টকাট, রান কমান্ড বা কুইক লঞ্চবার ব্যবহার করে দ্রুত MS Word 2016 চালু করা যায়।

টিউটোরিয়ালটি প্রয়োজনীয় হলে বন্ধু ও পরিচিত মহলে শেয়ার করুন। আপনার একটি শেয়ার আমাদের লেখার মান উন্নয়নে উৎসাহিত করবে।

কোন ভুল বা অসামঞ্জস্য পেলে অনুগ্রহ করে কমেন্ট করুন। অথবা ০১৯২৫ ১৬৫৩৭৩ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top