যা শিখবো, তা এক নজরে-
এডোবি ইলাস্ট্রেটর সিসি ২০১৯ কী এবং কেন?
এডোবি ইলাসট্রেটর সিসি ২০১৯ হলো ভেক্টর ভিত্তিক গ্রাফিক্স অংকন করার সবচাইতে জনপ্রিয় এ্যাপ্লিকেশন সফটওয়্যার। যা সচরাচর ইলাস্ট্রেটর নামেই বহুল পরিচিত।
Adobe System ১৯ মার্চ ১৯৮৭ খ্রিস্টাব্দে সর্বপ্রথম সংস্করণটি বাজারে অবমুক্ত করে। পরবর্তীতে এটি ক্রমান্বয়ে এডোবি সিস্টেমস কর্তৃক বাজারজাতকৃত সবচাইতে জনপ্রিয় সফটওয়্যার হিসেবে পরিগণিত হয়।
Adobe Illustrator CC 2019 হলো Adobe Illustrator এর সর্বশেষ ভার্সন। এর দ্বারা লোগো, ব্যানার এবং সকল ধরণের ভেক্টর গ্রাফিক্স ডিজাইন তৈরি করা যায়।
ম্যাক এবং উইন্ডোজ উভয় অপারেটিং সিস্টেমে এডোবি ইলাস্ট্রেটর সমর্থিত।
সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড এবং ক্রেক করুন Adobe Illustrator CC 2019
এডোবি ক্রিয়েটিভ ক্লাউড এপ্লিকেশন থেকে এটি ইন্সটল করা যায়। তাছাড়া কোন ঝামেলা ছাড়াই নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন।
ফ্রি ডাউনলোট এডোবি ইলাস্ট্রেটর সিসি ২০২১
এডোবি ইলাস্ট্রেটর সিসি ২০১৯ ইন্সটল করার পর ৭ দিন ফ্রি চালানোর সুবিধা দিয়ে থাকে। ৭ দিন পর স্বয়ংক্রিয়ভাবে এটি ইনএ্যাকটিভ হয়ে যায়।
কিন্তু নিচের লিংক থেকে ফাইলটি ডাউনলোড করে রিপ্লেস করলে সহজেই সম্পূর্ণ ফ্রিতে সারাজীবন ব্যবহার করতে পারবেন।
ফ্রি ডাউনলোড এডোবি ইলাস্ট্রেটর সিসি ২০২১ ক্রেক ফাইল
ক্রেক ফাইল রিপ্লেস করার নিয়ম
- পিসিতে যদি কোন এন্টিভাইরাস ইন্সটল করা থাকে তবে সাময়িকের জন্য তা ইনএ্যাকটিভ বা বন্ধ করুন।
- ওপরের লিংক থেকে ফাইলটি ডাউনলোড করুন। ফাইলটি RAR ফরমেটে ডাউনলোড হবে।
- অতপর ফাইলটি এক্সট্রাক্ট করুন।
- এবারে C ড্রাইভের Program Files ফোল্ডার ডাবল ক্লিক করুন।
- অতপর Adobe ফোল্ডার ডাবল ক্লিক করে Adobe Illustrator CC 2019 ফোল্ডার ডাবল ক্লিক করুন।
- এবারে Contents ফোল্ডার ডাবল ক্লিক করে Windows ফোল্ডার ডাবল ক্লিক করুন।
- এরপর এক্সট্রাক্টকৃত ফাইল হতে Illustrator এ্যাপ্লিকেশন ফাইলটি কপি করে Windows ফোল্ডারে পেস্ট করুন।
- কোন বার্তা এলে Copy and Replace ক্লিক করুন।
ব্যাস, এবারে সারা জীবন ফ্রিতে চালান এডোবি ইলাসট্রেটর সিসি ২০১৯ [Adobe Illustrator CC 2019], আহা কী আনন্দ।
এডোবি ইলাসট্রেটর সিসি ফ্রি বাংলা টিউটোরিয়াল লিংক
নোট: কোন সমস্যা হলে ক্রেক ফাইল ডাউনলোড করে ইন্টারনেট কানেকশন বন্ধ করে Illustrator ফাইলটি রিপ্লেস করুন। তাতেও যদি সমস্যা সমাধান না হয় তবে কমেন্টস করুন। অবশ্যই সমাধান করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
আপনার মূল্যবান সময় নষ্ট করে টিউনটি পড়ার জন্য অনেক ধন্যবাদ। টিউটোরিয়ালটি যদি ইনফরমেটিক হয় তবে বন্ধুমহলে শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন। ইনশাআল্লাহ্, পরবর্তীতে এডোবি ইলাস্ট্রেটর সিসি ২০১৯ এর আরো গুরুত্বপূর্ণ টিউন উপস্থাপন করার চেষ্টা করবো।
16,030 total views, 13 views today
- 18Shares
- 18Shares
ভাই সালাম নিবেন………আমার রব আপনাকে ভাল রেখেছেন……ভাই আমি আপনার দেয়া লিংক থেকে Adobe ইলেস্টেটর 2018 বা 19 ফাইটি ডাউনলোড করতে পারছিনা এবং ক্র্যাক ফাইলও ডাউনলোড হয়না…….আমাকে একটু সাহাস্য করলে ভাল হয়…..। আপনার বুঝানো পদ্ধতি খুব সুন্দর ছিল…….সহজে যেকেউ বুঝে নিতে পারে । মাআসসালাম…………..
ইনশাআল্লাহ্, খুব শিগ্রই সমাধান করার চেষ্টা করবো। কমেন্ট করে জানানোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।