ওয়ার্কশীটে সেল পয়েন্টার মুভ বা স্ক্রোল করার বিভিন্ন উপায় রয়েছে। ওয়ার্কশীটের বিভিন্ন সেলে দ্রুত সেল পয়েন্টার সরানোর জন্য এ্যারো কী (Left, Right, Up, Down), কন্ট্রোল কী, পেজ আপ, পেজ ডাউন, হোম, স্ক্রোলবার ইত্যাদি এবং মাউস ব্যবহার করতে পারেন।
এক্সেলে স্ক্রোল স্পিড বাড়ানোর সুবিধা, রেঞ্জের শেষে সহজে যাওয়া এবং আপনি ওয়ার্কশীটের কোথায় অবস্থান করছেন সে বিষয়ে টিপস পাওয়ারও সুবিধা রয়েছে। এছাড়া মাউস ব্যবহার করেও সহজে স্ক্রোলিং করার সুবিধা রয়েছে।
ওয়ার্কশীটে মুভ করার বিভিন্ন কীবোর্ড সর্টকাট কমাণ্ড
- ↑ (Up Arrow Key): সেল পয়েন্টার এ্যাকটিভ সেল হতে এক রো ওপরে উঠবে।
- ↓ (Down Arrow Key): সেল পয়েন্টার এ্যাকটিভ সেল হতে এক রো নিচে নামবে।
- ← (Left Arrow Key): সেল পয়েন্টার এ্যাকটিভ সেল হতে এক কলাম বায়ে যাবে।
- → (Right Arrow Key:) সেল পয়েন্টার এ্যাকটিভ সেল হতে এক কলাম ডানে যাবে।
- Ctrl+↑ (Ctrl+Up Arrow Key): সেল পয়েন্টার অবস্থিত কলামের সবার উপরে যাবে। কিন্তু যদি সেল পয়েন্টার কোন রেঞ্জে থাকে তবে ঐ রেঞ্জের সবার উপরে যাবে।
- Ctrl+↓ (Ctrl+Down Arrow Key): সেল পয়েন্টার অবস্থিত কলামের সবার নিচে যাবে। কিন্তু যদি সেল পয়েন্টার কোন রেঞ্জে থাকে তবে ঐ রেঞ্জের সবার নিচের যাবে।
- Ctrl+← (Ctrl+Left Arrow Key): সেল পয়েন্টার অবস্থিত রো এর সবার বায়ে যাবে। কিন্তু যদি সেল পয়েন্টার কোন রেঞ্জে থাকে তবে ঐ রেঞ্জের সবার বায়ে যাবে।
- Ctrl+→ (Ctrl+Right Arrow Key): সেল পয়েন্টার অবস্থিত রো এর সবার ডানে যাবে। কিন্তু যদি সেল পয়েন্টার কোন রেঞ্জে থাকে তবে ঐ রেঞ্জের সবার ডানে যাবে।
কীবোর্ডের Scroll Lock বাটন অন করা থাকলে
- Ctrl+↑ : সেল পয়েন্টার এ্যাকটিভ সেল হতে এক উইন্ডো ওপরে যাবে।
- Ctrl+↓ : সেল পয়েন্টার এ্যাকটিভ সেল হতে এক উইন্ডো নিচে যাবে।
- Ctrl+← : সেল পয়েন্টার এ্যাকটিভ সেল হতে এক উইন্ডো বায়ে যাবে।
- Ctrl+→ : সেল পয়েন্টার এ্যাকটিভ সেল হতে এক উইন্ডো ডানে যাবে।
নোট: কীবোর্ডের Scroll Lock বাটন অন করা থাকলে কীবোর্ডের সবুজ বাতি জ্বলে থাকবে এবং Status Bar এর প্রদর্শিত হবে।
- Ctrl + Home: সেল পয়েন্টার যেখানেই থাক না কেন ওয়ার্কশীটের সম্পাদিত কাজের শুরুতে যাবে।
- Ctrl + End: সেল পয়েন্টার যেখানেই থাক না কেন ওয়ার্কশীটের সম্পাদিত কাজের শেষে যাবে।
- End + → : সেল পয়েন্টার সবার শেষ কলামে যাবে।
- End + ← : সেল পয়েন্টার সবার শেষ রোতে যাবে।
- Page Up: সেল পয়েন্টার এক উইন্ডো ওপরে যাবে।
- Page Down: সেল পয়েন্টার এক উইন্ডো নিচে যাবে।
স্ক্রোল বার ব্যবহার করে সেল পয়েন্টার ওয়ার্কশীটের বিভিন্ন স্থানে মুভ করা
- ▲: সেল পয়েন্টার এক রো ওপরে যাবে।
- ▼: সেল পয়েন্টার এক রো নিচে যাবে।
- ◄: সেল পয়েন্টার এক কলাম বায়ে যাবে।
- ►: সেল পয়েন্টার এক কলাম ডানে যাবে।
নোট: এছাড়াও ভার্টিক্যাল ও হরিজোন্টাল স্ক্রোল বারের হ্যান্ডেল ওপরে-নিচে ও ডানে-বায়ে ড্রাগ করেও ওয়ার্কশীট মুভ করা যায়।
মাউস ব্যবহার করে স্ক্রোল এবং জুম করা
- ওয়ার্কশীটের ওপর মাউসের হুইল ওপরের দিকে ঘুরালে ওপরে এবং নিচের দিকে ঘুরালে নিচে মুভ হবে।
আপনি যদি সঠিকভাবে এক্সেল ওয়ার্কশিটে সেল পয়েন্টার মুভ বা স্ক্রোল করতে পারেন তবে সহজেই ডাটা এন্ট্রি, ফরমেট ও মেনুপুলেট করতে পারবেন।
এক্সেল ওয়ার্কবুক এবং ওয়ার্কশীট এর ধারণা ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
পূর্ববর্তী টিউটোরিয়াল: কিভাবে এক্সেল শীটে ডেটা ইনপুট ও এডিট করবেন? এক্সেল ২০১৬ – পর্ব ১৩
পরবর্তী টিউটোরিয়াল: নাম্বারের পূর্বে ০ বসানো | এক্সেল ২০১৬ বাংলা টিউটোরিয়াল – পর্ব ১৫
আশা করি নতুনদের জন্য টিউটোরিয়ালটি কাজে লাগবে। অসঙ্গতি ও ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। বন্ধুমহল ও পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার আমাকে গুণগত মানের টিউটোরিয়াল লেখায় অনুপ্রাণিত করবে।