মাইক্রোসফট এক্সেল এমন একটি প্রোগ্রাম যা সকলেরই জেনে রাখা অতীব জরুরী। বর্তমানে ব্যক্তিগত, চাকুরি এবং ফ্রিল্যান্সিং সকল ক্ষেত্রেই মাইক্রোসফট এক্সেল জানা আবশ্যক।
সহজ শিক্ষণ পদ্ধতিতে এক্সেল এর বেসিক এবং এডভান্সড কমাণ্ড ও কাজগুলো চিত্র ও ভিডিও’র মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
মাইক্রোসফট এক্সেল কি?
মাইক্রোসফট কর্পোরেশন এর তৈরিকৃত হিসাব-নিকাশ ও এনালাইস করার জন্য মাইক্রোসফট এক্সেল একটি জনপ্রিয় সফ্টওয়্যার প্রোগ্রাম।
এটি উইন্ডোজ, ম্যাক, মোবাইল অপারেটিং সিস্টেম ও অ্যান্ড্রয়েড সকল প্লাটফর্মে ব্যবহার করা যায়।
এক্সেল প্রোগ্রামটিকে স্প্রেডশিট এনালাইজার প্রোগ্রাম বলা হয়। স্প্রেডশিট হলো কলাম ও রো এর সমন্বয়ে ছককাটা বড় মাপের শিট বা কাগজ।
এক্সেল শিটে প্রয়োজনীয় নাম্বার এবং তথ্য ফর্মূলা ও ফাংশন দ্বারা ডাইনামিকভাবে অর্গানাইজ করা যায়।
কিছু প্রশিক্ষণের মাধ্যমে খুব সহজেই এই প্রোগ্রামটি ব্যবহার করা যায়।
মাইক্রোসফট এক্সেল এর কাজসমূহ
ডাটা এন্ট্রি, ডাটা স্টোরেজ, ক্যালকুলেশন, ডাটা অ্যানালাইসিস, ডাটা ইন্টারপ্রেটেনশন, রিপোর্টিং এবং ভিজ্যুয়ালাইজেশন, চার্ট তৈরি করা, একাউন্টিং এবং বাজেটিং এবং ক্যালেন্ডার এবং সিডিউলসহ আরো অনেক কিছু।
মাইক্রোসফট এক্সেল এর ভার্সনসমূহ?
দীর্ঘ সময়ের পরিক্রমায় বর্তমানে এক্সেল ২০২২ ভার্সন পাওয়া যাচ্ছে। তবে আমাদের দেশে এখন অধিকাংশ ব্যবহারকারীই এক্সেল ২০০৭ ব্যবহার করে থাকেন।
শেখা শুরু করতে আপডেট ভার্সন দিয়ে শুরু করুন। অনলাইনে ফ্রিতে আপডেট ভার্সন ডাউনলোড করে নিতে পারবেন।
কেন শিখবেন মাইক্রোসফট এক্সেল?
মাইক্রোসফট এক্সেল এর নাম শুনেননি এমন কম্পিউটার জানা মানুষ খুঁজে পাওয়া কঠিন। আপনার ব্যক্তিগত এবং অফিসিয়াল উভয়ক্ষেত্রে এ প্রোগ্রামটি জানা জরুরী।
বর্তমানে (১৯ ডিসেম্বর, ২০২২) প্রতিটি সরকারি-বেসরকারি বড়-ছোট সকল প্রতিষ্ঠানে চাকুরি নিয়োগে (সকল ক্ষেত্রে নয়) মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি জানা আবশ্যক করেছেন।
এম এস এক্সেল মূলত নাম্বার, সংখ্যা, যুক্তি ইত্যাদি নিয়ে কাজ করে। কোন কোম্পানির লাভ-ক্ষতি, মূলধন, উৎপাদন, ক্রয়-বিক্রয়, চাকুরীজীবিদের বেতন-ভাতা ও অন্যান্য হিসেব খুব সহজে সম্পাদন ও সংরক্ষণ করা যায়।
এছাড়া আমাদের ব্যক্তিগত জীবনে আয়-ব্যয়, বিদ্যুৎ, পানি, বীমা ইত্যাদিসহ সম্পদের হিসেব রাখতে এ প্রোগ্রামটি সম্পূর্ণ ফ্রিতেই ব্যবহার করতে পারেন।
মূল কথা বর্তমান এবং ভবিষ্যতে এ প্রোগ্রামের কোন বিকল্প নেই। সকলেরই মাইক্রোসফট এক্সেল শেখা প্রয়োজন। আর পারদর্শী হলেই আপনার চাকুরী পাওয়ার সম্ভবনা বেড়ে যাবে।
এ কোর্সে আপনি কি কি শিখবেন?
আমাদের কোর্সটি বিগেনার থেকে এডভান্সড লেবেলের জন্য সাজানো হয়েছে। প্রতিটি পর্বে চিত্র এবং ভিডিওসহ বিস্তারিত দেখানো হয়েছে।
এখানে ক্লিক করে কোর্স কারিকুলাম দেখুন।
এম এস এক্সেল ডাউনলোড লিংক
- উইন্ডোজ ভার্সন: https://www.microsoft.com/en-us/microsoft-365/excel
- ম্যাক ভার্সন: https://www.microsoft.com/en/microsoft-365/mac/microsoft-365-for-mac?rtc=1?rtc=1
- অ্যান্ড্রয়েড ভার্সন: https://www.microsoft.com/en-us/microsoft-365/excel
- আইওএস ভার্সন: https://www.microsoft.com/en-us/microsoft-365/excel
- উইন্ডোজ ১০ মোবাইল ভার্সন: https://apps.microsoft.com/store/detail/excel-mobile/9WZDNCRFJBH3?hl=en-us&gl=us
কোথায় শিখবেন এবং কিভাবে শুরু করবেন?
অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে খুব অল্প টাকায় শিখে নিতে পারেন।
তাছাড়া আপনার এলাকার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হতে শিখে নিতে পারেন।
ইন্টারনেটে ফ্রি ও পেইড অনলাইন কোর্স, বিভিন্ন বইপত্র, ইউটিউব ভিডিও’র মাধ্যমে বিভিন্ন রিসোর্স থেকে শিখতে পারবেন।
তবে যেখান থেকেই শিখুন না ধৈর্য সহকারে সময় নিয়ে অবশ্যই অনুশীলন করতে হবে। তবেই আপনিও নিজেকে গড়তে পারেন একজন এক্সেল এক্সপার্ট হিসেবে।
গুরুজনের কাছে শুনেছিলাম, কোন কিছু শেখা শুরু করতে চাইলে এখনই শুরু করা উচিৎ। পথে নামলে আর আগ্রহ থাকলে একদিন পৌঁছে যাবেনই কাঙ্খিত স্থানে।
তাই দেরি না করে শুরু করে দিন। আর আমাদের টিউটোরিয়ালই আশা করি আপনাকে আপনার কাঙ্খিত জায়গায় পৌঁছে দিবে, ইনশাআল্লাহ্।
কোথাও কোন সমস্যা বা ভুল পরিলক্ষিত হলে অনুগ্রহ করে সরাসরি কল (01925 165373) করতে ভুলবেন না। আপনার সহযোগিতাই বাংলা ভাষায় টিউটোরিয়ালের সংখ্যা ও মান উন্নয়ন হবে।