Keyboard Shortcuts in Excel 2007 For Windows 7/8/10 Bangla Tutorials

MS Excel 2007 Keyboard Shortcuts

এমএস এক্সেল ২০০৭ দ্রুত পরিচালনার জন্য অনেক কীবোর্ড সর্টকাট (Excel Keyboard Shortcuts) কমাণ্ড রয়েছে। আপনি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম বান্ধব হন, তবে সেগুলো আপনার জানা থাকা অতীব জরুরী। মাইক্রোসফ্ট এক্সেল ২০০৭ এর প্রয়োজনীয় কীবোর্ড সর্টকাট কমাণ্ডসমূহ নিম্নে বর্ণিত হলো।

🌟 Ctrl + A ➖ ওয়ার্কশিটের সকল সেলের সকল কনটেন্ট সিলেক্ট করা।

🌟 Ctrl + B  ➖ সিলেক্টকৃত সেলসমূহের টেক্সট বোল্ড বা গাঢ় করা।

🌟 Ctrl + C  ➖ সিলেক্টকৃত সেলসমূহের টেক্সট কপি বা নকল করা।

🌟 Ctrl + F ➖ ওয়ার্কশিটের কোন তথ্য খুঁজে বের করা।

🌟 Ctrl + G ➖ নির্দিষ্ট কোন রেফারেন্সে গমন করা।

🌟 Ctrl + H ➖ কোন শব্দকে অন্য শব্দ দ্বারা প্রতিস্থাপন করা।

🌟 Ctrl + I ➖ সিলেক্টকৃত সেলের কনটেন্ট ইটালিক বা কাত করা।

🌟 Ctrl + K ➖ সিলেক্টকৃত সেলের সাথে লিংক স্থাপন করা।

🌟 Ctrl + L ➖ সিলেক্টকৃত কনটেন্ট টেবিলে রূপান্তর করা।

🌟 Ctrl + N ➖ নতুন ওয়ার্কবুক তৈরি করা।

🌟 Ctrl + O ➖ সংরক্ষিত ফাইল ওপেন বা খোলা।

🌟 Ctrl + P ➖ প্রয়োজনীয় ডকুমেন্ট প্রিন্ট করা।

🌟 Ctrl + Q ➖ কুইক এনালাইসিস উইন্ডো ওপেন করা।

🌟 Ctrl + S ➖ নতুন ওয়ার্কবুক বা সংরক্ষিত ওয়ার্কবুকে নতুন তথ্য সংরক্ষণ করা।

🌟 Ctrl + T ➖ টেবিল তৈরি করা।

🌟 Ctrl + U ➖ সিলেক্টকৃত সেলের কনটেন্ট আন্ডারলাইন দেয়া।

🌟 Ctrl + V ➖ কপিকৃত কনটেন্ট অন্যত্র পেস্ট বা বসানো।

🌟 Ctrl + W ➖ ওপেনকৃত ওয়ার্কবুক বন্ধ করা।

🌟 Ctrl + X ➖ সিলেক্টকৃত সেলের কনটেন্ট কাট করা।

🌟 Ctrl + Z ➖ সর্বশেষ প্রয়োগকৃত কমাণ্ডের কার্যকারিতা বাতিল করা।

🌟 Ctrl + 1 ➖ সিলেক্টকৃত সেলের ফরমেট পরিবর্তন করা।

🌟 Ctrl + 5 ➖ সিলেক্টকৃত সেলের কনটেন্ট স্ট্রাইকথ্রো ফরমেট প্রয়োগ করা।

🌟 Ctrl + F3 ➖ এক্সেল এর Name Manager উইন্ডো ওপেন করা।

🌟 Ctrl + F9 ➖ বর্তমান উইন্ডো মিনিমাইজ করা।

🌟 Ctrl + F10 ➖ বর্তমান উইন্ডো ম্যাক্সিমাইজ করা।

🌟 Ctrl + F6 ➖ ওপেনকৃত ওয়ার্কবুক বা উইন্ডোর মধ্যে সুইচ করা।

🌟 Ctrl + Page up ➖ একই ওয়ার্কবুকের কারেন্ট ওয়ার্কশিট হতে পূর্ববর্তী ওয়ার্কশিটে যাওয়ার জন্য।

🌟 Ctrl + Page down ➖ একই ওয়ার্কবুকের কারেন্ট ওয়ার্কশিট হতে পরবর্তী ওয়ার্কশিটে যাওয়ার জন্য।

🌟 Ctrl + Tab ➖ একাধিক ওপেনকৃত এক্সেল ফাইলে গমন করা।

🌟 Alt + = ➖ সিলেক্টকৃত সেলে ওপরের সেলসমূহের যোগফল বের করা।

🌟 Ctrl + ‘ ➖ ওপরের সেলের ভেল্যু সংযুক্ত করা জন্য।

🌟 Ctrl + Shift + ! ➖ সিলেক্টকৃত সেলের নাম্বারসমূহে কমা ফরমেট প্রয়োগ করা।

🌟 Ctrl + Shift + $ ➖ সিলেক্টকৃত সেলের নাম্বারসমূহে কারেন্সি ফরমেট প্রয়োগ করা।

🌟 Ctrl + Shift + # ➖ সিলেক্টকৃত সেলের নাম্বারসমূ তারিখ ফরমেট প্রয়োগ করা।

🌟 Ctrl + Shift + % ➖ সিলেক্টকৃত সেলের নাম্বারসমূহে শতকরা ফরমেট প্রয়োগ করা।

🌟 Ctrl + Shift + ^ ➖ সিলেক্টকৃত সেলের নাম্বারসমূহে সাইন্টিফিক ফরমেট প্রয়োগ করা।

🌟 Ctrl + Shift + @ ➖ সিলেক্টকৃত সেলের নাম্বারসমূহে সময়ের ফরমেট প্রয়োগ করা।

🌟 Ctrl + Arrow key ➖ একই ডেটাবেজের কনটেন্টসমূহ ডান/নিচ পর্যন্ত সিলেক্ট করা।

🌟 Ctrl + Space ➖ সম্পূর্ণ কলাম সিলেক্ট করা।

🌟 Shift + Space ➖ সম্পূর্ণ রো সিলেক্ট করা।

🌟 Ctrl + – ➖ সিলেক্টকৃত কলাম বা রো মুছার জন্য।

🌟 Ctrl + Shift + = ➖ নতুন রো বা কলাম সংযুক্ত করা।

🌟 Ctrl + Home ➖ সেলপয়েন্টার A1 সেলে নেয়া।

🌟 Ctrl + ~ ➖ ওয়ার্কশিটে প্রয়োগকৃত ফর্মূলাসমূহ প্রদর্শন করা। পূর্বের অবস্থায় ফেরার জন্য পুনরায় চাপুন।

🌟 F2 ➖ সিলেক্টেড সেল এডিট বা শুদ্ধ করা।

🌟 F3 ➖ ফর্মূলাতে তৈরিকৃত নেম প্রয়োগ করা।

🌟 F4 ➖ প্রয়োগকৃত সর্বশেষ ফরমেট পুনরায় ব্যবহার করা।

🌟 F5 ➖ সির্দিষ্ট কোন সেলে গমন করা।

🌟 F7 ➖ সিলেক্টকৃত টেক্সট কিংবা ডকুমেন্টের বানান শুদ্ধ করা।

🌟 F11 ➖ সিলেক্টকৃত ডেটাসমূহ দিয়ে চার্ট তৈরি করা।

🌟 Ctrl + Shift + ; ➖ কারেন্ট বা সিলেক্টকৃত সেলে বর্তমান সময় সংযুক্ত করা।

🌟 Ctrl + ; ➖ কারেন্ট বা সিলেক্টকৃত সেলে বর্তমান তারিখ সংযুক্ত করা।

🌟 Alt + Shift + F1 ➖ নতুন ওয়ার্কশিট সংযুক্ত করা।

🌟 Alt + Enter ➖ কোন সেলে একাধিক লাইন লেখার প্রয়োজনে ব্যবহৃত হয়।

🌟 Shift + F3 ➖ এক্সেল এর ফর্মূলা উইন্ডো প্রদর্শন করা।

🌟 Shift + F5 ➖ সার্চ বক্স প্রদর্শন করানো।

Excel 2007 Bangla Tutorial – ধারাবাহিকভাবে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Excel Keyboard Shortcuts বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

টিউনটি দেখার জন্য ধন্যবাদ। টিউনে ভুল বা অসামঞ্জস্য কিছু পেলে দয়া করে কমেন্টস করুন। আজ এখানেই শেষ করছি, পরবর্তীতে এক্সেল এর ভিন্ন টিউন উপস্থাপন করবো, ইনশাআল্লাহ্। টিউনটি তথ্যসমৃদ্ধ হলে অনুগ্রহ পূর্বক পরিচিতমহলে শেয়ার করুন।