ChatGpt 3.5 AIPRM গুগল এক্সটেইনশন সমস্যার সহজ সমাধান!

প্রায় সকল কাজেই আমরা ChatGpt 3.5 AIPRM এক্সটেনশনটি ব্যবহার করে থাকি।

ChatGpt নাম শুনেননি এমন কম্পিউটার ব্যবহারকারী খুঁজে পাওয়া প্রায় অসম্ভব।

বিশেষ করে যারা ব্লগিং বা এফিলিয়েট মার্কেটিং এর জন্য কনটেন্ট রাইট করেন।

আসুন কথা না বাড়িয়ে আসল কাজ শুরু করা যাক।

ChatGpt নিয়ে কাজ করার সময় হঠাৎ করেই লক্ষ্য করলাম ChatGpt AIPRM গুগল এক্সটেইনশনটি কাজ করছে না।

বেশ কয়েকবার ChatGpt 3.5 উইন্ডো রিফ্রেশ করলাম, কিন্তু কোন কাজ হলো না।

অতপর AIPRM গুগল এক্সটেইনশন রিমুভ করে পুনরায় ইন্সটল করলাম। তাতেও কোন ফল হলো না।

অবশেষে গুগল মামার দারস্থ হলাম। ইউটিউবে এহেন সমস্যার সমাধান খুঁজে শুধুই হয়রান হলাম। কোন ভিডিও পেলাম না।

অতপর খুঁজতে খুঁজতে AIPRM এক্সটেইনশন এর ফোরামে এর সমাধান পেয়ে গেলাম।

১০ মিনিটেই সমস্যার সমাধান হয়ে গেল তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি কাজে আসবে।

Chat GPT 3.5 AIPRM Google Extension

সমস্যা সমাধানের জন্য আমাকে যা করতে হয়েছে

  • AIPRM গুগল এক্সটেইনশন ডাউনলোড করা।
  • ডাউনলোড করা এক্সটেইনশন মেনুয়ালি আপডেট করা।

কিভাবে ChatGpt 3.5 AIPRM গুগল এক্সটেইনশন ডাউনলোড করবেন?

  • AIPRM গুগল এক্সটেইনশন ডাউলোড করতে এখানে ক্লিক করুন।
  • এক্ষেত্রে একটি ZIP ফাইল ডাউনলোড হবে।
  • এবারে ZIP ফাইলটির ওপর মাউসের রাইট বাটন ক্লিক করে আনজিপ করুন।

কিভাবে ChatGpt 3.5 AIPRM গুগল এক্সটেইনশন মেনুয়ালি আপডেট করবেন?

যেহেতু ChatGpt 3.5 AIPRM গুগল এক্সটেইনশন স্বয়ংক্রিয়ভাবে আপডেট হচ্ছে না তাই মেনুয়ালি আপডেট করতে হবে। এজন্য নিচের পদক্ষেপ অনুসরণ করুন।

  • গুগল ব্রাউজার ওপেন করুন এবং নিচের চিত্র অনুসরণ করে এক্সটেইনশন উইন্ডো ওপেন করুন।
ChatGPT 3.5 AIPRM Google Extension Open-Google-Chrome-Extension-Window
  • লক্ষ্য করুন, নিচের মতো উইন্ডো ওপেন হয়েছে।
Select-Load-unpacked-from-Google-chrome-extension-window - ChatGPT 3.5 AIPRM Google Extension
  • এবারে ওপরে প্রদর্শিত উইন্ডো হতে Load Unpack বাটন ক্লিক করুন।
  • অতপর ডাউনলোডকৃত এক্সটেনশন এর আনজিপ ফোল্ডারটি সিলেক্ট করুন এবং বাটন ক্লিক করুন।
Select-extracted-ChatGPT-extension-folder
  • এবারে ChatGpt 3.5 চালু করুন। দেখুন চোখের পলকে আপনার সমস্যা সমাধান হয়ে গেছে।
ChatGPT 3.5 AIPRM Google Extension

আশা করি AIPRM এক্সটেনশনটি মেনুয়ালি ইন্সটল করা বুঝতে পেরেছেন।

যদি কোন সমস্যায় পড়ে থাকেন তবে কমেন্ট করুন। অথবা সরাসরি ০১৯২৫ ১৬৫৩৭৩ নাম্বারে যোগাযোগ করুন।

ইনশাআল্লাহ্, দ্রুত সমাধান করার চেষ্টা করবো।

টিউনটি যদি ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে বন্ধু ও পরিচিত মহলে শেয়ার করতে ভুলবেন না।

আপনার একটি শেয়ার আমাকে টিউটোরিয়াল লেখায় অনুপ্রাণিত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top