লেয়ার কি কেন এবং এর ব্যবহার – ফটোশপ সিসি বাংলা টিউটোরিয়াল | পর্ব ৪

লেয়ার কি কেন এবং এর ব্যবহার নিয়ে আজকের পর্বে লেয়ার এর গুরুত্ব, ব্যবহার এবং কার্যপ্রণালী নিয়ে বিস্তারিত আলোচনা করবো, ইনশাআল্লাহ্।

লেয়ার কি কেন এবং এর ব্যবহার

আমরা সকলেই জানি একটি বিল্ডিং তৈরি করতে যেমন একটি ইটের ওপর আরেকটি ইট বসিয়ে তৈরি করা হয়।

তদ্রুপ ফটোশপে কোন ডিজাইন তৈরি করতে ছোট ছোট ইমেজ ও টেক্সট এর সমন্বয়ের প্রয়োজন হয়।

কাজের সুবিধার্থে এই ইমেজ ও টেক্সটসমূহ ফটোশপে বিভিন্ন লেবেলে রাখা হয়। এগুলোকেই লেয়ার বলা হয়।

ফটোশপে লেয়ারসমূহ ইটের গাঁথুনির মত একটির উপর আরেকটি অবস্থান করে।

ফলে ডিজাইনের প্রতিটি পার্ট সহজে ভিন্ন ডিজাইন এফেক্ট প্রয়োগ করা যায় এবং প্রয়োজনে একটি লেয়ারকে অন্য লেয়ারে ওপরে কিংবা নিচে সরানো যায়। আর এ কারণেই এর গুরুত্ব অনেক বেশি।

ফটোশপে কাজ করতে চাইলে প্রথমে আপনাকে লেয়ার সম্পর্কে জানতে হবে। কথা না বাড়িয়ে আসুন শুরু করা যাক।

লেয়ার তৈরি [Create] করা

ফটোশপ সিসি চালু করে নির্দিষ্ট মাপের নতুন ক্যানভাস তৈরি করলে একটি লেয়ার সাদা ব্যাকগ্রাউণ্ডসহ লক অবস্থায় প্রদর্শিত হয়।

লেয়ার কি, কেন এবং এর ব্যবহার - ফটোশপ সিসি বাংলা টিউটোরিয়াল

  • নতুন লেয়ার তৈরি করার জন্য মেন্যুবারের Layer > New > Layer ক্লিক করুন।

নতুন লেয়ার তৈরি করা - ফটোশপ সিসি বাংলা টিউটোরিয়াল

  • অথবা, কীবোর্ডের Shift+Ctrl+N চাপুন।
  • প্রদর্শিত ডায়ালগ বক্সে লেয়ারের নতুন নাম টাইপ করুন।

লেয়ার নামকরণ করা - ফটোশপ সিসি বাংলা টিউটোরিয়াল

  • অবশ্য কোন নাম না দিয়ে নতুন লেয়ার করা যায়। সেক্ষেত্রে ডিফল্ট হিসেবে Layer 2, Layer 3 হিসেবে প্রদর্শিত হবে। তবে কাজের সুবিধার জন্য লেয়ারের নাম দেয়ার প্রয়োজন হয়ে থাকে।
  • অবশেষে Ok বাটন ক্লিক করুন।
  • লক্ষ্য করুন, আপনার দেয়ার নামে নতুন একটি লেয়ার ডিফল্ট লেয়ারের উপর প্রদর্শিত হচ্ছে।

নতুন লেয়ার তৈরি করা - ফটোশপ সিসি বাংলা টিউটোরিয়াল

লেয়ার সিলেক্ট [Select] করা

যে লেয়ার সিলেক্ট করতে চান মাউস দ্বারা সেই লেয়ারের উপর ক্লিক করলেই সেই লেয়ারটি সিলেক্ট হবে।

একাধিক লেয়ার সিলেক্ট [Select] করা

  • প্রায়ই একাধিক লেয়ার নির্বাচন করার প্রয়োজন হয়ে থাকে।
  • প্রথমে মাউস দ্বারা ক্লিক করে একটি লেয়ার সিলেক্ট করুন।
  • অতপর কীবোর্ডের Ctrl (Control) কী চেপে ধরে বাকি লেয়ারগুলোর উপর পর্যায়ক্রমে ক্লিক করুন।

নোট: ধরুন, ডকুমেন্টে ১০টি লেয়ার রয়েছে। এখন ১নং লেয়ার থেকে ৭নং লেয়ার পর্যন্ত সিলেক্ট করতে চান। সেক্ষেত্রে প্রথম ১নং লেয়ার সিলেক্ট করুন। অতপর কিবোর্ডের Shift কী চেপে ধরে ৭নং লেয়ারের ওপর ক্লিক করুন।

নোট: ডিসিলেক্ট করার জন্য পুনরায় যে কোন লেয়ারের উপর ক্লিক করুন।

লেয়ার লক ও আনলক করা

এডোবি ফটোশপে কোন ইমেজ ফাইল ওপেন করলে লক অবস্থায় লেয়ারে প্রদর্শিত হয়।

Unlock Layer in Adobe Photoshop CC

লেয়ার আনলক করা:

  • উপরের চিত্রে লক্ষ্য করুন লেয়ারের ডানের তালা চিহ্ন প্রদর্শিত হচ্ছে। ঐ চিহ্নের উপর মাউস দ্বারা ক্লিক করলে লেয়ারটি আনলক হয়ে যাবে।
  • অথবা, লক করা লেয়ারটি সিলেক্ট করুন। অতপর কীবোর্ডের Ctrl+/ চাপুন।

নোট: একাধিক লেয়ার একত্রে আনলক করতে চাইলে লেয়ারসমূহ সিলেক্ট করুন এবং কীবোর্ডের Ctrl+/ চাপুন।

লেয়ার লক করা:

  • যে লেয়ারটিকে লক করতে তা সিলেক্ট করুন।
  • অতপর লেয়ার প্যানেলে অবস্থিত লক আইকনের (তালা চিহ্নিত) উপর ক্লিক করুন।
  • লেয়ারটি লক হয়ে যাবে।

Lock Layer in Adobe Photoshop CC

  • অথবা, যে লেয়ারটি লক করতে চান তা সিলেক্ট করুন। অতপর Layer > Lock Layers ক্লিক করুন।

Lock Layers in Photoshop CC from Layer Menu

  • প্রদর্শিত ডায়ালগ বক্সের প্রয়োজনীয় অপশন সিলেক্ট করে Ok ক্লিক করুন।
  • অথবা, যে লেয়ারটিকে লক করতে তা সিলেক্ট করুন। অতপর কীবোর্ডের Ctrl+/ চাপুন।

নোট: একাধিক লেয়ার একত্রে লক করতে চাইলে লেয়ারসমূহ সিলেক্ট করুন এবং কীবোর্ডের Ctrl+/ চাপুন।

লেয়ার লুকানো [Hide] ও প্রদর্শন [Show] করা

প্রতিটি লেয়ারের পাশে একটি চোখের চিহ্ন প্রদর্শিত হচ্ছে। এমতাবস্থায় লেয়ারটি প্রদর্শিত রয়েছে।

  • লেয়ারটি লুকাতে চাইলে ঐ চোখের আইকনের ওপর মাউস দ্বারা ক্লিক করুন।
  • লক্ষ্য করুন ঐ লেয়ারের অবস্থিত ইমেজ কিংবা টেক্সট লুকিয়ে গেছে।
  • পুনরায় প্রদর্শিত করতে চাইলে পূর্বের জায়গায় মাউস দ্বারা ক্লিক করুন। লেয়ারটি পুনরায় প্রদর্শিত হবে।
  • অথবা, যে লেয়ারটি লুকাতে চান তা সিলেক্ট করুন।
  • মেন্যুবার হতে Layer > Hide Layers ক্লিক করুন।

লেয়ার লুকানো ও প্রদর্শন করা - ফটোশপ সিসি বাংলা টিউটোরিয়াল

  • অথবা, কীবোর্ডের Ctrl+, (কন্ট্রোল কী চেপে ধরে কমা চাপুন)।
  • লেয়ার প্রদর্শিত করতে Layer > Show Layers ক্লিক করুন।

মেন্যুবার হতে লেয়ার প্রদর্শন করা - ফটোশপ সিসি বাংলা টিউটোরিয়াল

অথবা, কীবোর্ডের Ctrl+, (কন্ট্রোল কী চেপে ধরে কমা চাপুন)।

নোট: একাধিক লেয়ার সিলেক্ট করে ওপরের পদ্ধতিতে একাধিক লেয়ার লুকানো এবং প্রদর্শন করানো যাবে।

লেয়ার গ্রুপ [Gropu] করা

প্রয়োজনীয় লেয়ার গ্রুপ করার জন্য নিম্নের পদক্ষেপ গ্রহণ করুন:

  • লেয়ারসমূহ গ্রুপ করার জন্য প্রয়োজনীয় লেয়ারসমূহ সিলেক্ট করুন।
  • মেন্যুবার হতে Layer > Group Layers ক্লিক করুন।
  • অথবা, কীবোর্ডের Ctrl+G চাপুন।

নোট: যে লেয়ারসমূহ গ্রুপ করতে চান তা লক করা থাকলে আনলক করে নিন, নয়তো লককৃত লেয়ারটি গ্রুপ হবে না।

লেয়ার আনগ্রুপ [Ungroup] করা

  • গ্রুপ করা লেয়ারটি সিলেক্ট করুন।
  • মেন্যুবার হতে Layer > Ungroup Layers ক্লিক করুন।
  • অথবা, কীবোর্ডের Shift+Ctrl+G চাপুন।
  • বা, প্রয়োজনীয় লেয়ারসমূহ সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রদর্শিত কনটেক্সট মেন্যু হতে Ungroup Layers ক্লিক করুন।

লেয়ার একত্রিত (Merge) করা

একাধিক লেয়ার একটি লেয়ারে পরিণত করতে এ কমাণ্ড ব্যবহৃত হয়ে থাকে।

  • যে লেয়ারগুলো একত্রিত করতে চান তা সিলেক্ট করুন।
  • মেন্যুবার হতে Layer > Merge Layers ক্লিক করুন।
  • সিলেক্টকৃত লেয়ারসমূহ একটি লেয়ারে পরিবর্তিত হবে।
  • অথবা, লেয়ারসমূহ সিলেক্ট করে কীবোর্ডের Ctrl+E চাপুন।
  • বা, লেয়ারসমূহ সিলেক্ট করে সিলেক্টকৃত লেয়ারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং Merge Layers ক্লিক করুন।

নোট: আনডু (Ctrl+Z) বা History প্যানেল ব্যবহার করে পুনরায় মার্জকৃত লেয়ারসমূহ ফিরিয়ে আনা যাবে।

প্রদর্শিত সকল লেয়ার একত্রিত (Merge Visible) করা

এডোবি ফটোশপে একাধিক লেয়ার নিয়ে কাজ করতে হয়। প্রদর্শিত সকল লেয়ার একটি লেয়ারে পরিণত করতে নিম্নের পদ্ধতি অনুসরণ করুন।

  • মেন্যুবার হতে Layer > Merge Visible ক্লিক করুন।
  • অথবা, কীবোর্ডের Shift+Ctrl+E চাপুন।
  • বা, যে কোন লেয়ারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং প্রদর্শিত কনটেক্সট মেন্যু হতে Merge Visible ক্লিক করুন।
  • লক্ষ্য করুন, প্রদর্শিত সকল লেয়ার একটি লেয়ারে পরিণত হয়েছে।

লেয়ার স্টেক পরিবর্তন করা বা সরানো

এডোবি ফটোশপে লেয়ারসমূহ একটির ওপর একটি স্টেক আকারে প্রদর্শিত থাকে। কাজের প্রয়োজনে এই লেয়ারসমূহ একটিকে আরেকটির উপনে কিংবা নিচে সরানো যায়।

Stacking or move layer in adobe Photoshop cc

  • লক্ষ্য করুন, উপরের চিত্রে সবার নিচে Background এবং তার উপরে পর্যায়ক্রমে Layer 4, Layer 1, Layer 3, Layer 2 অবস্থান করছে।
  • ধরুন, Layer 4 কে Layer 3 এর উপরে নিতে চান। সেজন্য Layer 4 টি মাউস দ্বারা ড্রাগ করে Layer 3 এর উপরে নিলে যখন নীল বর্ডার প্রদর্শন করবে তখন মাউস ছেড়ে দিন।
  • এভাবে মাউস দ্বারা ড্রাগ করে লেয়ারকে প্রয়োজন মত সরানো যায়।

লেয়ারের নাম পরিবর্তন করা

কোন ডিজাইন করার সময় লেয়ারসমূহের বিভিন্ন নামকরণের কারণে সুবিধা হয়।

  • যে লেয়ারের নাম পরিবর্তন করতে চান তা সিলেক্ট করুন।
  • মেন্যুবার হতে Layer > Rename Layer ক্লিক করুন।

Rename Layer in Adobe Photoshop CC

  • লক্ষ্য করুন, নিম্নের চিত্রের মত লেয়ার নামটি সিলেক্ট অবস্থায় প্রদর্শন করছে।

Rename Layer in Adobe Photoshop CC

  • এবারে কীবোর্ড দ্বারা প্রয়োজনীয় নাম টাইপ করে কীবোর্ডের Enter চাপুন।
  • অথবা, লেয়ার নামের উপর মাউস দ্বারা ডাবল ক্লিক করুন এবং প্রয়োজনীয় নাম টাইপ করে Enter চাপুন।

লেয়ার ডিলিট করা

অপ্রয়োজনীয় লেয়ার মুছে ফেলার জন্য নিম্নের যে কোন সুবিধাজনক পদ্ধতি গ্রহণ করুন:

  • লেয়ারটি মাউস দ্বারা ড্রাগ করে লেয়ার প্যালেট এর নিচে ডাস্টবিন চিহ্নিত আইকনের উপর ছেড়ে দিন।

Delete Layer in Adobe Photoshop CC

  • অথবা, মেন্যুবার হতে Layer > Delete Layer ক্লিক করুন। কোন বার্তা এলে Yes ক্লিক করুন।

Delete Layer in Adobe Photoshop CC

  • বা: সিলেক্টকৃত লেয়ারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে প্রদর্শিত মেন্যু হতে Delete Layer ক্লিক করুন। এক্ষেত্রে কোন বার্তা এলে Yes ক্লিক করুন।
  • অথবা: যে লেয়ারটি মুছতে চান তা সিলেক্ট করুন এবং কীবোর্ডের Delete কী চাপুন। এক্ষেত্রে কোন বার্তা ছাড়াই লেয়ারটি মুছে যাবে।

লেয়ার ডুপ্লিকেট করা

লেয়ারসমূহ বিভিন্নভাবে ডুপ্লিকেট করা যায়।

  • যে লেয়ারটি ডুপ্লিকেট করতে চান তা সিলেক্ট করুন।
  • মেন্যুবার হতে Layer > Duplicate Layer ক্লিক করুন।

Duplicate layer in Adobe Photoshop CC

  • এবারে ডুপ্লিকেট লেয়ার নাম টাইপ করে Ok বাটন ক্লিক করুন।

Duplicate layer in Adobe Photoshop CC

অথবা:

  • ডুপ্লিকেটকৃত লেয়ারটি সিলেক্ট করে ঐ লেয়ারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন।
  • প্রদর্শিত মেন্যু হতে Duplicate Layer ক্লিক করুন।
  • অতপর প্রয়োজনীয় নাম টাইপ করে কীবোর্ডের Enter কিংবা Ok বাটন ক্লিক করুন।

বা: যে লেয়ারটি ডুপ্লিকেট করতে চান তা সিলেক্ট করে কীবোর্ডের Ctrl+J চাপুন। এটিই লেয়ার ডুপ্লিকেট করার সহজ পদ্ধতি।

লেয়ার কি, কেন এবং এর ব্যবহার নিয়ে টিউটোরিয়াল এখানেই শেষ করছি।

টিউনে কোন ভুল বা অসঙ্গতি পরিলক্ষিত হলে দয়া করে কমেন্ট করুন। আর টিউটোরিয়ালটি ইনফরমেটিক হলে বন্ধুমহলে শেয়ার করুন।

আমাদের সাথেই থাকুন। খুব শিগ্রই প্রতিটি টিউটোরিয়ালের সাথে ভিডিও দেয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ্।

সম্পূর্ণ বাংলা ভাষায় এক্সেল বিগেনার ও এডভান্সড টিউটোরিয়াল

সম্পূর্ণ বাংলা ভাষায় পাওয়ার পয়েন্ট ২০১৬ টিউটোরিয়াল