গুগল ক্রোম এর প্রয়োজনীয় ও বহুল ব্যবহৃত সর্টকাট কীসমূহ (Google Chrome Necessary & Useful Shortcut Keys)

গুগল ক্রোম ইন্টারনেট ব্রাউজার এর কথা শুনেননি এমন কম্পিউটার ব্যবহারকারী পাওয়া দুস্কর। গুগল ক্রোম এর বহুল ব্যবহৃত ও্র প্রধান সর্টকাট কীসমূহের বর্ণনা করবো।

সর্টকাট কীসমূহ বর্ণনা
Alt+Home হোম পেজ ওপেন করার জন্য
Alt+Tab একাধিক ব্রা্উজার উইন্ডো ওপেন থাকলে একটি থেকে অন্যটিতে যাওয়ার জন্য
Alt+Left Arrow পেজ ব্যাক করা
Alt+Right Arrow পেজ ফরওয়ার্ড করা
F11 প্রদর্শিত পর্দা ফুল-স্ক্রিণ মোডে প্রদর্শন করার জন্য এবং পুনরায় F11 চাপলে ফুল-স্ক্রিণ মোড থেকে বের হবার জন্য
Esc পেজ প্রদর্শন কিংবা ডাউনলোড কার্যক্রম বাতিল করার জন্য
Ctrl+(- or +) পেজের জুম কমানো (“-“) এবং বাড়ানোর (“+”) জন্য
Ctrl+1-8 পর্যায়ক্রমে বিভিন্ন ওপেনকৃত ট্যাবে যাওয়ার জন্য
Ctrl+9 ওপেনকৃত সর্বশেষ ট্যাবে যাওয়ার জন্য
Ctrl+0 ব্রাউজার ডিফল্ট জুমিং অবস্থায় আনার জন্য
Ctrl+Enter ওয়েব এড্রেস দ্রুত সম্পন্ন করার জন্য। যেমন ধরুন: এড্রেসবারে “hamimit” লিখে (কোটেশন ছাড়া) Ctrl+Enter চাপুন; লক্ষ্য করুন http://www.hamimit.com প্রদর্শিত হচ্ছে।
Ctrl+Shift+Del প্রাইভেট ডাটা দ্রুত ক্লিয়ার করার জন্য
Ctrl+Shift+B বুকমার্ক বার প্রদর্শন এবং লুকানোর জন্য
Ctrl+A পেজের সকল কিছু নির্বাচন করার জন্য
Ctrl+D ওপেনকৃত পেজ বুকমার্ক করার জন্য
Ctrl+F বর্তমান পেজের ওপর সার্চ বার প্রদর্শন করার জন্য
Ctrl+O ব্রাউজারে ফাইল ওপেন করার জন্য
Ctrl+Shift+O বুকমার্ক ম্যানেজার ওপেন করার জন্য
Ctrl+H নতুন ট্যাবে ব্রাউজারের হিস্টোরি প্রদর্শন করার জন্য
Ctrl+J ডাউনলোড উইন্ডো প্রদর্শন করার জন্য
Ctrl+L কার্সর ব্রাউজারের এড্রেসবারে এ্যাকটিভ হওয়ার জন্য এবং এড্রেসবারের সকল কিছু নির্বাচন হওয়ার জন্য
Ctrl+N নতুন ব্রাউজার উইন্ডো আনার জন্য
Ctrl+Shift+N incognito (private) মোডে নতুন উইন্ডো প্রদর্শন করানোর জন্য
Ctrl+P বর্তমান ফ্রেম ও পেজ প্রিন্ট করার জন্য
Ctrl+R or F5 কারেন্ট বা এ্যাকটিভ পেজ বা ফ্রেম রিফ্রেস করার জন্য
Ctrl+S কারেন্ট পেজ সংরক্ষণ করার জন্য
Ctrl+T নতুন ট্যাব ওপেন করার জন্য
Ctrl+U প্রদর্শিত ওয়েব পেজের সোর্স কোড দেখার জন্য
Ctrl+W কারেন্ট সিলেক্টেড ট্যাব বন্ধ করার জন্য
Ctrl+Shift+W কারেন্ট সিলেক্টেড উইন্ডো বন্ধ করার জন্য
Ctrl+Tab ওপেনকৃত এক ট্যাব থেকে ডানের অন্য ট্যাবে যাওয়ার জন্য
Ctrl+Shift+Tab ওপেনকৃত এক ট্যাব থেকে বায়ের অন্য ট্যাবে যাওয়ার জন্য
Ctrl+Left-click ব্যাকগ্রাউন্ডে নতুন ট্যাবে কোন লিংক ওপেন করার জন্য
Ctrl+Shift Left-click নতুন ট্যাবে কোন লিংক ওপেন করে ঐ নতুন ট্যাবে অবস্থান করার জন্য
Ctrl+Page Down ওপেনকৃত পূর্ববর্তী ট্যাবে (বামের ট্যাবে) গমন করার জন্য
Ctrl+Page Up ওপেনকৃত পূর্ববর্তী ট্যাবে (ডানের ট্যাবে) গমন করার জন্য
Spacebar Moves down a page at a time প্রদর্শিত ওয়েবসাইট এক পৃষ্ঠা করে নিচের যাবার জন্য
Shift+Spacebar প্রদর্শিত ওয়েবসাইট এক পৃষ্ঠা করে ওপরে যাবার জন্য
Home প্রদর্শিত ওয়েব সাইটের সবার ওপরে যাবার জন্য
End প্রদর্শিত ওয়েব সাইটের সবার নিচে যাবার জন্য

 

error: Content is protected !!
Scroll to Top