এডোবি ফটোশপ কি এবং কেন?

এডোবি ফটোশপ সিসি কি এবং কেন? ফটোশপ বাংলা টিউটোরিয়াল | পর্ব – ০১

এডোবি ফটোশপ সিসি কি এবং কেন? ফটোশপ বাংলা টিউটোরিয়াল | পর্ব - ০১

এডোবি ফটোশপ সিসি কি এবং কেন?

এডোবি ফটোশপ সিসি একটি রাস্টার গ্রাফিক্স এডিটর যা উইন্ডোজ এবং ম্যাক  এর জন্য বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার।

এটি অ্যাডোব ইনকর্পোরেট দ্বারা তৈরি এবং প্রকাশিত। এটি মূলত ১৯৮৮ খ্রিস্টাব্দে সর্বপ্রথম টমাস এবং জন নোল তৈরি করেছিলেন।

সেই থেকে সফটওয়্যারটি কেবল রাস্টার গ্রাফিক্স সম্পাদনায় নয়, সামগ্রিকভাবে ডিজিটাল আর্টে শিল্পের মানে পরিণত হয়েছে।

এডোবি ফটোশপ এমন একটি সফটওয়্যার গ্রাফিক ডিজাইন, ফটোগ্রাফি, ওয়েব ডিজাইন,  থ্রিডি অ্যানিমেশন, ভিডিও প্রোডাকশন সহ সকল মাল্টিমিডিয়া সম্পর্কিত কাজে বহুল ব্যবহৃত ও বিশ্ব নন্দিত।

এটি শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের জন্য দরকার এমনটি নয়; বর্তমান সময়ে এ প্রোগ্রামটি মাইক্রোসফট অফিসের মতই সকলেরই জানা আবশ্যক।

এডোবি ফটোশপ সিসি ভার্শনে এমন সব নতুন ফিচার যুক্ত করা হয়েছে যা পূর্বের ভার্সনে সম্পাদন করতে অনেক সময় লাগতো।

এই টিউটোরিয়ালে এডোবি ফটোশপ সিসি ব্যবহার করে বাস্তবধর্মী প্রজেক্ট এর মাধ্যমে শেখানোর চেষ্টা করা হয়েছে। আশা করি বিগেনার এবং এডভান্সড সকলেই উপকৃত হবে।

এডোবি ফটোসপ সিসি টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। টিউটোরিয়ালে আধুনিক ২০.০.০ রিলিজ ভার্সন ব্যবহার করা হয়েছে।

শুধুমাত্র টুলসের ব্যবহার শিখলেই হবে না। ডিজাইন সেন্স সম্পর্কে জানাটাও বেশ জরুরি। তবে শুরুর দিকে এটি না করে পরবর্তীতে ধীরে ধীরে এ বিষয়টি ডেভেলপ করতে হবে। অবশ্য এর জন্য প্রয়োজন প্রচুর অনুশীলন।

আর এ কারণেই টিউনগুলো গতানুগতিকভাবে না সাজিয়ে বাস্তব কাজের ভিত্তিতে সাজানো হয়েছে। যার ফলে আশা করি সহজেই ফটোসপ এর মূল বিষয় করায়াত্ত্ব করতে পারবেন।

কথা না বাড়িয়ে আসুন শুরু করা যাক। ইনশাআল্লাহ্, পরবর্তীতে বিস্তারিত টিউন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো।

এডোবি ফটোসপ সিসি দিয়ে আপনার কল্পনার যে কোন ইমেজ তৈরি করুন। এডোবি ফটোসপ সিসি টিউটোরিয়ালটি দু’টি ভাগে ভাগ করে উপস্থাপন করা হবে।

  • বিগেনার কোর্স এবং
  • এডভান্সড কোর্স

বিগেনার অধ্যায়ে থাকছে:

  • এডোবি ফটোসপ সিসি সম্পর্কে সাধারণ ধারণা
  • ইমেজ সাইজ পরিবর্তন করা
  • লেয়ার নিয়ে কাজ করা
  • ইমেজ কোয়ালিটি এডজাস্ট করা
  • সিলেকশ সম্পর্কে ধারণা
  • ইমেজ রিটার্চ করা
  • কালার এর ব্যবহার
  • টেক্সট এবং সেইপ যুক্ত করা
  • ইমেজ কম্বাইন করা
  • ফিল্টার প্রয়োগ করা
  • বিগেনার প্রজেক্ট

এডভান্সড অধ্যায়ে থাকছে:

  • ছবি থেকে কোন অবজেক্ট বাদ দেয়া
  • ফটো এডিটিং
  • ডিজাইন সম্পর্কে ধারণা
  • এডভান্সড প্রজেক্ট এবং আরও অনেক কিছু …

এডোবি ফটোসপ সিসি টিউটোরিয়ালের সূচনা পর্ব এখানেই শেষ করছি। যারা এডোবি ফটোসপ সিসি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। আমাদের সাথেই থাকুন। আশা করি অল্প কয়েকটি পর্বের অনুশীলনের মাধ্যমে আপনি ফটোসপ সম্পর্কে বাস্তব সম্মত ডিজাইন তৈরিতে আগ্রহ প্রকাশ করবেন।

সম্পূর্ণ বাংলা ভাষায় এক্সেল বিগেনার ও এডভান্সড টিউটোরিয়াল

সম্পূর্ণ বাংলা ভাষায় পাওয়ার পয়েন্ট ২০১৬ টিউটোরিয়াল