এক্সেল Sum এবং Count ফাংশন এর ব্যবহার সম্ভবত সবচাইতে বেশি। এক কিংবা একাধিক শর্ত সাপেক্ষে Sum এবং Count ফাংশন ব্যবহার করা যায়। এই ফাংশসনসমূহ ব্যবহার করে অনেক জটিল কার্য খুব সহজে সমাধা করা যায়।
SUM ফাংশন
রেঞ্জে অবস্থিত একাধিক সেলের যোগফল বের করার জন্য SUM ফাংশন ব্যবহার করা হয়ে থাকে।
সিনট্যাক্স: SUM(number1,[number2],…)
নিচের উদাহরণটি লক্ষ্য করুন, এক্ষত্রে A8 সেলে A1:A7 রেঞ্জের যোগফল বের করা হয়েছে।
SUMIF ফাংশন
একটি শর্ত সাপেক্ষে রেঞ্জের যোগফল বের করার জন্য SUMIF ফাংশন ব্যবহার করা হয়ে থাকে।
সিনট্যাক্স: SUMIF(range,criteria,[sum_range])
নিচের উদাহরণটি লক্ষ্য করুন, এক্ষত্রে A8 সেলে A1:A7 রেঞ্জের ভেতর যে সমস্ত সেলের ভেল্যু ২০ এর চাইতে বেশি তাদের যোগফল বের করা হয়েছে।
নিচের আরেকটি উদাহরণ লক্ষ্য করুন, এক্ষেত্রে B8 সেলে A1:A7 রেঞ্জের ভেতর থেকে যে সমস্ত সেলের ভেল্যু শুধুমাত্র Mouse রয়েছে B1:B7 রেঞ্জ থেকে তাদের ভেল্যুসমূহ যোগফল বের করে দেখানো হয়েছে।
SUMIFS ফাংশন
একাধিক শর্ত সাপেক্ষে রেঞ্জের যোগফল বের করার জন্য SUMIFS ফাংশন ব্যবহার করা হয়ে থাকে।
সিনট্যাক্স: SUMIFS(sum_range,criteria_rante1,criteria1,[criteria_range2,criteria2],…)
নিচের উদাহরণটি লক্ষ্য করুন, এক্ষত্রে C17 সেলে A10:A16 রেঞ্জের এবং B10:B16 রেঞ্জের শর্ত সাপেক্ষে C10:C16 রেঞ্জের প্রয়োজনীয় ভেল্যুর যোগফল বের করা হয়েছে। অর্থাৎ যে সমস্ত Mouse এর কালার Red তাদের যোগফল (C10:C16 রেঞ্জ থেকে) বের করে দেখানো হয়েছে।
COUNT ফাংশন
রেঞ্জের সেলসমূহের নাম্বার ভেল্যুসমূহ গণনা করার জন্য COUNT ফাংশন ব্যবহার করা হয়।
সিনট্যাক্স: SUM(number1,[number2],…)
নিচের উদাহরণটি লক্ষ্য করুন, এক্ষত্রে উদাহরণে C19 সেলে A10:C16 রেঞ্জের ভেতর যে সকল সেলের ভেল্যু শুধুমাত্র নাম্বার সেগুলো গণনা করা হয়েছে।
COUNTIF ফাংশন
একটি শর্ত সাপেক্ষে রেঞ্জের সেলসমূহের নাম্বার ভেল্যুসমূহ গণনা করার জন্য COUNTIF ফাংশন ব্যবহার করা হয়।
সিনট্যাক্স: COUNTIF(range,criteria)
নিচের উদাহরণটি লক্ষ্য করুন, এক্ষত্রে C17 সেলে A10:C16 রেঞ্জের ভেতর যে সকল সেলের ভেল্যু ২৫ এর চাইতে বড় সেগুলো গণনা করা হয়েছে।
COUNTIFS ফাংশন
একাধিক শর্ত সাপেক্ষে রেঞ্জের সেলসমূহের নাম্বার ভেল্যুসমূহ গণনা করার জন্য COUNTIFS ফাংশন ব্যবহার করা হয়।
সিনট্যাক্স: COUNTIFS(criteria_range1,criteria1,[criteria_range2,criteria2], [criteria_range3,criteria3],…)
নিচের উদাহরণটি লক্ষ্য করুন, এক্ষত্রে C17 সেলে A10:A16 রেঞ্জের ভেতর যাদের ভেল্যু Mouse, B10:B16 রেঞ্জের ভেতর যাদের ভেল্যু Red এবং C10:C16 রেঞ্জের যে সকল সেলের ভেল্যু ১০ এর চাইতে বড় সেগুলো গণনা করা হয়েছে।
নোট: একইভাবে AVERAGEIF এবং AVERAGEIFS ফাংশনসমূহ ব্যবহার করা যায়।
এক্সেল Count এবং Sum ফাংশন সম্পর্কে আরো জানতে>