Using ROUND Function Featured Image in Excel with Example

এক্সেল ROUND ফাংশন এর উদাহরণসহ ব্যবহার | এক্সেল ফাংশন টিউটোরিয়াল

এক্সেল এর ROUND ফাংশন কোন নাম্বারকে নির্দিষ্ট ডিজিট নাম্বার পর্যন্ত রাউন্ড করে। এবং এই রাউন্ড দশমিক এর ডানে কিংবা বায়ে হতে পারে। ধরুন, A1 সেলে অবস্থিত 23.7825 নাম্বারটিকে দুই দশমিক ডিজিট পর্যন্ত রাউন্ড করতে চাই। এজন্য নিচের মত ফর্মূলা লিখে এন্টার চাপুন:

=ROUND(A1, 2)

ফলাফল হিসেবে 23.78 প্রদান করবে।

উদ্দেশ্য ফলাফল 

নির্দিষ্ট ডিজিট পর্যন্ত কোন নাম্বারকে রাউন্ড করা। ফলাফল হিসেবে একটি রাউন্ড নাম্বার প্রদান করে।

সিনট্যাক্স

=ROUND (number, num_digits)

প্যারামিটার বা আর্গুমেন্ট 

ROUND ফাংশনে নিম্নলিখিত প্যারামিটার বা আর্গুমেন্ট রয়েছে:

  • number – যে নাম্বারটি রাউন্ড করতে চাই।
  • num_digits – কত ডিজিট পর্যন্ত রাউন্ড করতে চাই তার নাম্বার।

ব্যবহার বিধি 

  • num_digits যদি 0 এর বড় হয় তবে দশমিক এর ডানের নির্দিষ্ট সংখ্যক দশমিক নাম্বার রাউন্ড করবে।
  • num_digits যদি 0 এর ছোট হয় তবে দশমিক এর বায়ের নির্দিষ্ট সংখ্যক দশমিক নাম্বার রাউন্ড করবে।
  • num_digits যদি 0 হয় তবে নিকটতম ইন্টেজার (Integer) নাম্বারে রাউন্ড করবে।
  • রাউন্ড আপ করার জন্য ROUNDUP ফাংশনটি ব্যবহার করুন।
  • এবং রাউন্ড ডাউন করার জন্য ROUNDDOWN ফাংশনটি ব্যবহার করুন।

নিচের প্রত্যেকটি উদাহরণ ওয়ার্কশিটে প্রয়োগ করে দেখুন এবং ফলাফল লক্ষ্য করুন।

Using ROUND Function in Excel with Example

উদাহরণ:১

=ROUND(2.15, 1)  —> 2.15 কে এক দশমিক সংখ্যায় রাউন্ড করবে। 

ফলাফল: 2.2

উদাহরণ:২

=ROUND(2.149, 1)   —> 2.149 কে এক দশমিক সংখ্যায় রাউন্ড করবে। 

ফলাফল: 2.1

উদাহরণ:৩

=ROUND(-1.475, 2)   —> -1.475 কে দুই দশমিক সংখ্যায় রাউন্ড করবে। 

ফলাফল: -1.48

উদাহরণ:৪

=ROUND(21.5, -1)   —> 2.15 কে দশমিকের বায়ের এক দশমিক সংখ্যায় রাউন্ড করবে। 

ফলাফল: 20

উদাহরণ:৫

=ROUND(626.3,-3)   —> 626.3 কে নিকটতম 1000 এর মাল্টিপল সংখ্যায় রাউন্ড করবে। 

ফলাফল: 1000

উদাহরণ:৬

=ROUND(1.98,-1)   —> 1.98 কে নিকটতম 10 এর মাল্টিপল সংখ্যায় রাউন্ড করবে। 

ফলাফল: 0

উদাহরণ:৭

=ROUND(-50.55,-2)   —> -50.55 কে নিকটতম 100 এর মাল্টিপল সংখ্যায় রাউন্ড করবে। 

ফলাফল: -100

নোট: ফর্মূলা ব্যবহারের ক্ষেত্রে নাম্বারের বদলে যে কোন সেল রেফারেন্স ব্যবহার করা যাবে।

টিউনটি দেখার জন্য ধন্যবাদ। টিউনে ভুল বা অসামঞ্জস্য কিছু পেলে দয়া করে কমেন্টস করুন। আজ এখানেই শেষ করছি, পরবর্তীতে এক্সেল এর ভিন্ন টিউন উপস্থাপন করবো, ইনশাআল্লাহ্। টিউনটি তথ্যসমৃদ্ধ হলে অনুগ্রহ পূর্বক পরিচিতমহলে শেয়ার করুন।