এক্সেলে কাট ও পেস্ট এর কাজ | এক্সেল ২০১৬ বাংলা টিউটোরিয়াল – পর্ব ১৮

এক্সেলে কাট ও পেস্ট এর ব্যবহার জানা অতীব জরুরী। তাছাড়া প্রায় সকল প্রোগ্রামেই এ কমাণ্ড দু’টি বহুল ব্যবহৃত হয়ে থাকে।

আজকের টিউটোরিয়ালে জানবো কিভাবে এক্সেল ওয়ার্কশীটে ডেটা (টেক্সট, নাম্বার ও অবজেক্ট) কাট এবং পেস্ট কমাণ্ড ব্যবহার করবেন?

মূলত এক্সেল শীটের ডেটা অন্যত্র সরানোর জন্য কাট (Cut) ও পেস্ট (Paste) কমাণ্ডদ্বয় ব্যবহৃত হয়।

আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড এর কাট ও পেস্ট কমাণ্ড ব্যবহার করেছেন তাদের জন্য বিষয়টি খুবই সহজ।
কারণ, মাইক্রোসফট ওয়ার্ডে কাট ও পেস্ট কমাণ্ড যেভাবে ব্যবহার করেছেন এক্সেলে বহুলাংশে একই রকম।

নিম্নে Microsoft Excel 2016 ভার্সনে ওয়ার্কশীটের সেলের টেক্সট বা নাম্বার বিভিন্ন পদ্ধতিতে কাট (Cut) ও পেস্ট (Paste) করার নিয়ম বর্ণিত হলো।

মেন্যু কমাণ্ড ব্যবহার করে কাট ও পেস্ট করা

  • যে সেলের টেক্সট বা নাম্বার কাট (অন্যত্র সরাতে চান) করতে চান সেল পয়েন্টার সেই সেলে রাখুন।
  • কীবোর্ডের F2 ফাংশন কী চাপুন।
  • অথবা, মাউস দ্বারা ঐ সেলের ওপর ডাবল ক্লিক করুন। (সেলের সম্পূর্ণ টেক্সট/নাম্বার কপি করতে চাইলে F2 কিংবা ডাবল ক্লিক করার প্রয়োজন নেই।)
  • প্রয়োজনীয় টেক্সট বা নাম্বার সিলেক্ট করুন।
  • Home ট্যাবের Clipboard প্যানেল/গ্রুপ এর Cut কমাণ্ডের ওপর ক্লিক করুন।
এক্সেলে-কাট-ও-পেস্ট-কমাণ্ড-এর-ব্যবহার-এক্সেল-২০১৬-বাংলা-টিউটোরিয়াল
  • এবারে কাটকৃত টেক্সট বা নাম্বারটি যে সেলে Paste (বসাতে) করতে চান সেল পয়েন্টার সেখানে রাখুন।
  • Home ট্যাবের Clipboard প্যানেল/গ্রুপ এর Paste কমাণ্ডের ওপর ক্লিক করুন।
এক্সেলে-কাট-ও-পেস্ট-কমাণ্ড-এর-ব্যবহার-এক্সেল-২০১৬-বাংলা-টিউটোরিয়াল-১

নোট: একাধিক সেলের টেক্সট/নাম্বার কাট করতে চাইলে একাধিক সেল সিলেক্ট করুন।

কীবোর্ড ব্যবহার করে কাট ও পেস্ট করা

  • ওপরের নিয়মে প্রয়োজনীয় টেক্সট বা নাম্বার সিলেক্ট করুন।
  • কীবোর্ডের Ctrl+X কীদ্বয় (অর্থাৎ Ctrl কী চেপে ধরে X চাপুন) চাপুন।
  • এবারে কপিকৃত টেক্সট বা নাম্বারটি যে সেলে Paste (বসাতে) করতে চান সেল পয়েন্টার সেখানে রাখুন।
  • কীবোর্ডের Ctrl+V কীদ্বয় চাপুন।

নোট: Ctrl+V কীদ্বয় না চেপে সেল পয়েন্টার নির্ধারিত স্থানে রেখে শুধু কীবোর্ডের Enter কী চাপলেও পেস্ট হবে।

কনটেক্সট মেন্যু ব্যবহার করে কাট ও পেস্ট করা

  • ওপরের নিয়মে প্রয়োজনীয় টেক্সট বা নাম্বার সিলেক্ট করুন।
  • সিলেক্টকৃত টেক্সট এর মাউসের রাইট বাটন ক্লিক করুন।
  • প্রদর্শিত কনটেক্সট মেন্যু হতে Cut ক্লিক করুন।
  • কপিকৃত টেক্সট বা নাম্বারটি যে সেলে Paste করতে চান মাউস দ্বারা সে সেলের ওপর রাইট বাটন ক্লিক করুন।
  • প্রদর্শিত কনটেক্সট মেন্যু হতে Paste ক্লিক করুন।

মাউস ব্যবহার করে কাট ও পেস্ট করা

  • ওপরের নিয়মে প্রয়োজনীয় টেক্সট বা নাম্বার সিলেক্ট করুন।
  • সিলেক্টকৃত টেক্সট এর বাউণ্ডারীর ওপর মাউস পয়েন্টার রাখলে যখন ৪টি এ্যারো সম্বলিত মাউস পয়েন্টার প্রদর্শন করবে তখন প্রয়োজনীয় স্থানে ড্রাগ করুন।
  • লক্ষ্য করুন, সিলেক্টকৃত ডেটা প্রয়োজনীয় স্থানে স্থানান্তর (Move) হয়েছে।

পূর্ববর্তী টিউটোরিয়াল: এক্সেলে কপি ও পেস্ট কমাণ্ডের ব্যবহার – এক্সেল ২০১৬ বাংলা টিউটোরিয়াল – পর্ব ১৭
পরবর্তী টিউটোরিয়াল: এক্সেলে আনডু ও রিডো কমাণ্ডের ব্যবহার – এক্সেল ২০১৬ বাংলা টিউটোরিয়াল – পর্ব ১৯

এক্সেলে কাট ও পেস্ট এর ব্যবহার – শীর্ষক টিউটোরিয়াল এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ্ আগামীতে ভিন্ন টিউটোরিয়াল উপস্থাপন করবো।

টিউটোরিয়ালটি ইনফরমেটিক হলে বন্ধু ও পরিচিত মহলে শেয়ার করুন। আপনার একটি শেয়ার আমার কাছে অনেক মূল্যবান।

error: Content is protected !!
Scroll to Top