উইন্ডোজ ১০ এর কিছু সেটিংস আছে যা আপনি প্রায়শই অ্যাক্সেস করে থাকেন। আপনি চাচ্ছেন একটি ডেস্কটপ শর্টকাট বা রাইট বাটন ক্লিক করে মেনু আইটেম হতে সরাসরি সেটিংসগুলো চালু করতে। এই পোস্টে সে বিষয়ে বিস্তারিত ছবিসহ আলোচনা করা হয়েছে।
উইন্ডোজ ১০ এর বিভিন্ন সেটিংস এর জন্য URI এর ব্যবহার
URI হলো Uniform Resource Identifier যা ভেতরে উইন্ডোজ এর বিভিন্ন সেটিংস এর নাম সনাক্ত করার জন্য স্ট্রিং লিপিবদ্ধ থাকে, যা ব্যবহার করে সহজেই কোন সেটিং ওপেন করতে পারবেন। তাই আপনি প্রতিটি সেটিংস এর URI জানতে পারেন তবে তা দ্বারা সহজেই ডেস্কটপ শর্টকাট তৈরি করতে পারেন কিংবা উইন্ডোজ রেজিস্ট্রি এডিট করে কনটেক্স মেন্যুতে সেটিংসমূহ মেন্যু হিসেবে যোগ করতে পারবেন।
উইন্ডোজ ১০ এর সেটিংস পেজ সরাসরি চালু করা
মাইক্রোসফট কর্পোরেশন উইন্ডোজ ১০ এর বিভিন্ন সেটিংস পেজ সরাসরি চালু করার URI সমূহ তালিকাভুক্ত করেছে। এক্ষেত্রে কিছু বর্ণিত হলো। বিস্তারিত জানতে এ লিংকে ক্লিক করুন।
Settings Page | URI (Uniform Resource Identifier) |
Access work or school | ms-settings:workplace |
Accounts | ms-settings:surfacehub-accounts |
Activation | ms-settings:activation |
Apps & features | ms-settings:optionalfeatures |
Audio and speech | ms-settings:holographic-audio |
AutoPlay | ms-settings:autoplay |
Battery Saver | ms-settings:batterysaver |
Battery use | ms-settings:batterysaver-usagedetails |
Bluetooth | ms-settings:bluetooth |
Calendar | ms-settings:privacy-calendar |
Camera | ms-settings:privacy-webcam |
Colors | ms-settings:personalization-colors |
Connected Devices | ms-settings:connecteddevices |
Contacts | ms-settings:privacy-contacts |
Data usage | ms-settings:datausage |
Date & time | ms-settings:dateandtime |
Dial-up | ms-settings:network-dialup |
Display | ms-settings:display |
Display | ms-settings:screenrotation |
ms-settings:privacy-email | |
Email & app accounts | ms-settings:emailandaccounts |
Ethernet | ms-settings:network-ethernet |
Keyboard | ms-settings:easeofaccess-keyboard |
Magnifier | ms-settings:easeofaccess-magnifier |
Microphone | ms-settings:privacy-microphone |
Mobile hotspot | ms-settings:network-mobilehotspot |
Mouse | ms-settings:easeofaccess-mouse |
Mouse & touchpad | ms-settings:mousetouchpad |
Narrator | ms-settings:easeofaccess-narrator |
Navigation bar | ms-settings:personalization-navbar |
Notifications | ms-settings:cortana-notifications |
Notifications & actions | ms-settings:notifications |
Power & sleep | ms-settings:powersleep |
Recovery | ms-settings:recovery |
Region & language | ms-settings:regionlanguage |
Sign-in options | ms-settings:signinoptions |
Sounds | ms-settings:sounds |
Start | ms-settings:personalization-start |
Status | ms-settings:network-status |
Storage | ms-settings:storagesense |
Storage Sense | ms-settings:storagepolicies |
Talk to Cortana | ms-settings:cortana-language |
Task Bar | ms-settings:taskbar |
Taskbar | ms-settings:taskbar |
Themes | ms-settings:themes |
Touchpad | ms-settings:devices-touchpad |
Troubleshoot | ms-settings:troubleshoot |
USB | ms-settings:usb |
Welcome screen | ms-settings:surfacehub-welcome |
Wi-Fi | ms-settings:network-wifi |
Wi-Fi Calling | ms-settings:network-wificalling |
Windows Defender | ms-settings:windowsdefender |
উইন্ডোজ ১০ এর বিভিন্ন সেটিংস ওপেন করার ডেস্কটপ সর্টকাট তৈরি করা:
উইন্ডোজ ১০ এর ডেস্কটপে সর্টকাট তৈরি করার জন্য নিম্নরূপ পদ্ধতি গ্রহণ করুন:
১। ডেস্কটপের খালি জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে এবং New ক্লিক; অতপর Shortcut ক্লিক করুন।
২। প্রদর্শিত উইজার্ডের ভেতর ms-settings:dateandtime টাইপ করুন এবং continue ক্লিক করুন। (এক্ষেত্রে আমরা Date & Time সেটিং কিভাবে তৈরি করতে হয় তার বর্ণনা দিয়েছি।)
৩। প্রদর্শিত উইজার্ডের ভেতর সেটিংটির জন্য একটি নাম নির্ধারণ করুন এবং Finish ক্লিক করুন। এক্ষেত্রে আমরা Date & Time দিয়েছি।
৪। লক্ষ্য করুন, আইকন ছাড়া Date & Time সম্বলিত একটি ডেস্কটপ সর্টকাট তৈরি হয়েছে।
৫। এবারে সর্টকাটটিতে আইকন যুক্ত করার জন্য আইকনটির ওপর মাউসের রাইট বাটন ক্লিক করে Properties ক্লিক করুন।
৬। এবারে প্রদর্শিত ডায়ালগ বক্সের Web document ট্যাব ক্লিক করে Change Icon ক্লিক করুন এবং প্রয়োজনীয় আইকন নির্বাচন করে OK ক্লিক করুন। অতপর Apply ক্লিক করে OK ক্লিক করুন।
৭। এবারে তৈরিকৃত ডেস্কটপ সর্টকাট ক্লিক করে দেখুন Date & Time এর সেটিং সরাসরি ওপেন হয়েছে।
নোট: একই পদ্ধতিতে বিভিন্ন সেটিং এর জন্য ডেস্কটপ সর্টকাট আইকন তৈরি করতে পারবেন।
উইন্ডোজ ১০ এর নির্দিষ্ট সেটিং ওপেন করার জন্য কনটেক্সট মেন্যু আইটেম তৈরি করা:
ডেস্কটপের খালি জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করলে একটি মেন্যু প্রদর্শিত হয়, একেই কনটেক্সট মেন্যু বলা হয়। আপনি চাচ্ছেন উইন্ডোজ ১০ এর সেটিং কনটেক্সট মেন্যুতে সংযুক্ত করতে চান। এজন্য নিম্নরূপ পদক্ষেপ গ্রহণ করুন।
১। কীবোর্ডের উইন্ডোজ বাটন চেপে regedit টাইপ করে Enter চাপুন।
২। প্রদর্শিত উইন্ডোর নিচের প্রদর্শিত পাথে যান।
৩। HKEY_CLASSES_ROOT\Directory\Background\shell
৪। এবারে Shell এর ওপর মাউসের রাইট বাটন ক্লিক করে New ক্লিক; অতপর Key ক্লিক করুন। এবারে কী’র জন্য একটি নাম টাইপ করুন (এক্ষেত্রে আমরা Setting দিয়েছি)
৫। পুনরায় এইমাত্র তৈরিকৃত কী’র ওপর মাউসের রাইট বাটন ক্লিক করে New ক্লিক; অতপর Key ক্লিক করুন এবং কী’র নাম হিসেবে command টাইপ করুন।
৬। এবারে ডান প্যানেলের লেখার ওপর ডাবল ক্লিক করুন এবং হুবুহু “C:\Windows\explorer.exe” ms-settings: টাইপ করে OK ক্লিক করুন। অতপর রেজিস্ট্রি উইন্ডো বন্ধ করুন।
৭। এবারে ডেস্কটপের খালি জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করুন লক্ষ্য করুন Settings নামে নতুন একটি মেন্যু সংযুক্ত হয়েছে।
নোট: কাজগুলো করার সময় টাইপের বিষয়ে সাবধানতা অবলম্বন করুন।