টেক্সট ডেকোরেশন হলো ডকুমেন্টের টেক্সটসমূহকে বিভিন্নভাবে সাজানো। আপনি এম এস ওয়ার্ড ২০১৬ ব্যবহার করে বিভিন্ন টেক্সট ডেকোরেশন করতে পারবেন।
এ অধ্যায়ে ডকুমেন্টের টেক্সট ডেকোরেশন করার বিভিন্ন কমান্ডসমূহ Bold, Italic, Underline, Strikethrough প্রয়োগ করার বিভিন্ন পদ্ধতি বিস্তারিত আলোচনা করা হয়েছে।
টেক্সট Bold করা
কোন বাক্য বা বাক্যের মাঝে কোন শব্দকে আরো গুরুত্ব প্রকাশের জন্য গাঢ় (Bold) করার প্রয়োজন হয়ে থাকে। এম এস ওয়ার্ড ২০১৬ ভার্সনসহ সকল ভার্সনেই এই কাজটি খুব সহজে সম্পাদন করা যায়।
বিভিন্ন পদ্ধতিতে ডকুমেন্টের সিলেক্টকৃত টেক্সটসমূহ গাঢ় (Bold) করা যায়।
পদ্ধতি-১:
- ডকুমেন্টের প্রয়োজনীয় টেক্সট সিলেক্ট করুন।
- Home ট্যাবের Font প্যানেল কিংবা গ্রুপের Bold বাটন ক্লিক করুন।
- লক্ষ্য করুন, ডকুমেন্টের সিলেক্টকৃত টেক্সটসমূহ গাঢ় হয়েছে।
পদ্ধতি-২:
- ডকুমেন্টের প্রয়োজনীয় টেক্সট সিলেক্ট করুন।
- কীবোর্ডের Ctrl+B চাপুন।
- লক্ষ্য করুন, ডকুমেন্টের সিলেক্টকৃত টেক্সটসমূহ গাঢ় হয়েছে।
পদ্ধতি-৩:
- ডকুমেন্টের প্রয়োজনীয় টেক্সট সিলেক্ট করুন।
- এবারে লক্ষ্য করুন, সিলেক্টকৃত টেক্সট এর ওপর ছোট একটি টুলবার প্রদর্শিত হচ্ছে।
- Bold বাটনের ওপর ক্লিক করুন।
- লক্ষ্য করুন, ডকুমেন্টের সিলেক্টকৃত টেক্সটসমূহ গাঢ় হয়েছে।
পদ্ধতি-৪:
- ডকুমেন্টের প্রয়োজনীয় টেক্সট সিলেক্ট করুন।
- Home ট্যাবের Font প্যানেল বা গ্রুপের এ্যারো ক্লিক করুন কিংবা কীবোর্ডের Ctrl+D চাপুন।
- এবারে প্রদর্শিত ডায়ালগ বক্সের Font Style এর নিচের ঘর হতে Bold সিলেক্ট করে Ok বাটন ক্লিক করুন।
- লক্ষ্য করুন, ডকুমেন্টের সিলেক্টকৃত টেক্সটসমূহ গাঢ় হয়েছে।
টেক্সট Italic করা
কোন বাক্য বা বাক্যের মাঝে কোন শব্দকে ভিন্ন গুরুত্ব প্রকাশের জন্য কাত (Italic) করার প্রয়োজন হয়ে থাকে। এম এস ওয়ার্ড ২০১৬ ভার্সনসহ সকল ভার্সনেই এই কাজটি খুব সহজে সম্পাদন করা যায়।
বিভিন্ন পদ্ধতিতে ডকুমেন্টের সিলেক্টকৃত টেক্সটসমূহ কাত (Italic) করা যায়।
পদ্ধতি-১:
- ডকুমেন্টের প্রয়োজনীয় টেক্সট সিলেক্ট করুন।
- Home ট্যাবের Font প্যানেল কিংবা গ্রুপের Italic বাটন ক্লিক করুন।
- লক্ষ্য করুন, ডকুমেন্টের সিলেক্টকৃত টেক্সটসমূহ ডান দিকে কাত হয়েছে।
পদ্ধতি-২:
- ডকুমেন্টের প্রয়োজনীয় টেক্সট সিলেক্ট করুন।
- কীবোর্ডের Ctrl+I চাপুন।
- লক্ষ্য করুন, ডকুমেন্টের সিলেক্টকৃত টেক্সটসমূহ ডান দিকে কাত হয়েছে।
পদ্ধতি-৩:
- ডকুমেন্টের প্রয়োজনীয় টেক্সট সিলেক্ট করুন।
- এবারে লক্ষ্য করুন, সিলেক্টকৃত টেক্সট এর ওপর ছোট একটি টুলবার প্রদর্শিত হচ্ছে।
- Italic বাটনের ওপর ক্লিক করুন।
- লক্ষ্য করুন, ডকুমেন্টের সিলেক্টকৃত টেক্সটসমূহ ডান দিকে কাত হয়েছে।
পদ্ধতি-৪:
- ডকুমেন্টের প্রয়োজনীয় টেক্সট সিলেক্ট করুন।
- Home ট্যাবের Font প্যানেল বা গ্রুপের এ্যারো ক্লিক করুন কিংবা কীবোর্ডের Ctrl+D চাপুন।
- এবারে প্রদর্শিত ডায়ালগ বক্সের Font Style এর নিচের ঘর হতে Italic সিলেক্ট করে Ok বাটন ক্লিক করুন।
লক্ষ্য করুন, ডকুমেন্টের সিলেক্টকৃত টেক্সটসমূহ কাত হয়েছে।
টেক্সট এর নিচে Underline দেয়া
কোন বাক্য বা বাক্যের মাঝে কোন শব্দকে ভিন্ন বৈশিষ্টতা প্রকাশের জন্য লেখার নিচে দাগ (Italic) টানার প্রয়োজন হয়ে থাকে।
এম এস ওয়ার্ড ২০১৬ ভার্সনসহ সকল ভার্সনেই এই কাজটি খুব সহজে সম্পাদন করা যায়।
বিভিন্ন পদ্ধতিতে ডকুমেন্টের সিলেক্টকৃত টেক্সটসমূহে দাগ (Underline) টানা যায়।
পদ্ধতি-১:
- ডকুমেন্টের প্রয়োজনীয় টেক্সট সিলেক্ট করুন।
- Home ট্যাবের Font প্যানেল কিংবা গ্রুপের Underline বাটন ক্লিক করুন।
- লক্ষ্য করুন, ডকুমেন্টের সিলেক্টকৃত টেক্সটসমূহের নিচে আন্ডারলাইন হয়েছে।
পদ্ধতি-২:
- ডকুমেন্টের প্রয়োজনীয় টেক্সট সিলেক্ট করুন।
- কীবোর্ডের Ctrl+U চাপুন।
- লক্ষ্য করুন, ডকুমেন্টের সিলেক্টকৃত টেক্সটসমূহের নিচে আন্ডারলাইন হয়েছে।
পদ্ধতি-৩:
- ডকুমেন্টের প্রয়োজনীয় টেক্সট সিলেক্ট করুন।
- এবারে লক্ষ্য করুন, সিলেক্টকৃত টেক্সট এর ওপর ছোট একটি টুলবার প্রদর্শিত হচ্ছে।
- Underline বাটনের ওপর ক্লিক করুন।
- লক্ষ্য করুন, ডকুমেন্টের সিলেক্টকৃত টেক্সটসমূহের নিচে আন্ডারলাইন হয়েছে।
পদ্ধতি-৪:
- ডকুমেন্টের প্রয়োজনীয় টেক্সট সিলেক্ট করুন।
- Home ট্যাবের Font প্যানেল বা গ্রুপের এ্যারো ক্লিক করুন কিংবা কীবোর্ডের Ctrl+D চাপুন।
- এবারে প্রদর্শিত ডায়ালগ বক্সের Underline Style এর নিচের ঘর হতে আন্ডারলাইনের ধরণ এবং Underline Color এর নিচের ঘর হতে আন্ডারলাইনের কালার নির্ধারণ করে Ok বাটন ক্লিক করুন।
- লক্ষ্য করুন, ডকুমেন্টের সিলেক্টকৃত টেক্সটসমূহের লেখার নিচে আন্ডারলাইন হয়েছে।
টেক্সট এর মাঝে দাগ (Strikethrough) দেয়া
কোন বাক্য বা বাক্যের মাঝে কোন শব্দের মাঝে লাইন (Strikethrough) টানার প্রয়োজন হয়ে থাকে।
একাধিক পদ্ধতিতে লেখার মাঝে Strikethrough দেয়া যায়।
পদ্ধতি-১:
- ডকুমেন্টের যে লেখার মাঝে Strikethrough দিতে চান তা সিলেক্ট করুন।
- Home ট্যাবের Font প্যানেল বা গ্রুপের Strikethrough বাটন ক্লিক করুন।
- দেখুন, ডকুমেন্টের সিলেক্টকৃত টেক্সট এর মাঝে লাইন টানা হয়েছে।
পদ্ধতি-২:
- ডকুমেন্টের যে লেখার মাঝে Strikethrough দিতে চান তা সিলেক্ট করুন।
- Home ট্যাবের Font প্যানেল বা গ্রুপের এ্যারো ক্লিক করুন কিংবা কীবোর্ডের Ctrl+D চাপুন।
- এবারে প্রদর্শিত ডায়ালগ বক্সের Effect এর নিচে অবস্থিত Strikethrough এর বায়ের ফাঁকা ঘরে ক্লিক করুন এবং Ok বাটন ক্লিক করুন।
- দেখুন, ডকুমেন্টের সিলেক্টকৃত টেক্সট এর মাঝে লাইন টানা (Strikethrough) হয়েছে।
টেক্সটসমূহ Superscript করা
মাঝে মাঝে কাজের সময় কোন টেক্সটকে একটু ওপরে তুলতে হয়। যেমন: a2, এক্ষেত্রে 2 কে ওপরে লেখা হয়েছে।
এম এস ওয়ার্ড ২০১৬ ভার্সনে একাধিক পদ্ধতিতে টেক্সটসমূহ Superscript করা যায়।
পদ্ধতি-১:
- ডকুমেন্টের প্রয়োজনীয় টেক্সট সিলেক্ট করুন।
- Home ট্যাবের Font প্যানেল বা গ্রুপে অবস্থিত Superscript বাটন ক্লিক করুন।
পদ্ধতি-২:
- ডকুমেন্টের প্রয়োজনীয় টেক্সট সিলেক্ট করুন।
- Home ট্যাবের Font প্যানেল বা গ্রুপের এ্যারো ক্লিক করুন কিংবা কীবোর্ডের Ctrl+D চাপুন।
- এবারে Effect এর নিচে অবস্থিত Superscript এর বায়ের চারকোনা ঘরে ক্লিক করে Ok বাটন ক্লিক করুন।
পদ্ধতি-৩:
- ডকুমেন্টের প্রয়োজনীয় টেক্সট সিলেক্ট করুন।
- কীবোর্ডের Ctrl+Shift++ চাপুন।
- আমার মতে এটিই হলো দ্রুত ও সহজ পদ্ধতি।
টেক্সটসমূহ Subscript করা
মাঝে মাঝে কাজের সময় কোন টেক্সটকে একটু নিচে নামাতে হয়। যেমন: H2SO4, এক্ষেত্রে 2, 4 কে নিচে নামিয়ে লেখা হয়েছে। একাধিক পদ্ধতিতে টেক্সটসমূহ Subscript করা যায়।
পদ্ধতি-১:
- ডকুমেন্টের প্রয়োজনীয় টেক্সট সিলেক্ট করুন।
- Home ট্যাবের Font প্যানেল বা গ্রুপে অবস্থিত Subscript বাটন ক্লিক করুন।
পদ্ধতি-২:
- ডকুমেন্টের প্রয়োজনীয় টেক্সট সিলেক্ট করুন।
- Home ট্যাবের Font প্যানেল বা গ্রুপের এ্যারো ক্লিক করুন কিংবা কীবোর্ডের Ctrl+D চাপুন।
- এবারে Effect এর নিচে অবস্থিত Subscript এর বায়ের চারকোনা ঘরে ক্লিক করে Ok বাটন ক্লিক করুন।
পদ্ধতি-৩:
- ডকুমেন্টের প্রয়োজনীয় টেক্সট সিলেক্ট করুন।
- কীবোর্ডের Ctrl++ চাপুন।
- আমার মতে এটিই হলো দ্রুত ও সহজ পদ্ধতি।
টেক্সট ডেকোরেশনের আরো বিভিন্ন অপশন দেখার জন্য ওপরের ভিডিও দেখুন।
ফন্ট কেস পরিবর্তন করা – এম এস ওয়ার্ড ২০১৬ বাংলা টিউটোরিয়াল | পর্ব ২৪
টেক্সট এলাইনমেন্ট – এম এস ওয়ার্ড ২০১৬ বাংলা টিউটোরিয়াল | পর্ব ২৬
টেক্সট ডেকোরেশন করার বিভিন্ন পদ্ধতি নিয়ে তৈরি টিউন আজ এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ্ পরবর্তীতে এম এস ওয়ার্ড ২০১৬ ভার্সনে কিভাবে টেক্সট এলাইনমেন্ট [Text Alignment] পরিবর্তন করবেন সে বিষয়ে বিস্তারিত টিউন নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
টিউনে যদি কোন ভুল কিংবা অসামঞ্জস্য দেখুন তবে দয়া করে কমেন্ট করুন। আর যদি টিউটোরিয়াটি তথ্যবহুল হয় তবে বন্ধুমহলে শেয়ার করুন।