৬টি ফ্রি সফটওয়্যার ডাউনলোড ওয়েবসাইট [6 Free Software Download Website]

৬টি ফ্রি সফটওয়্যার ডাউনলোড ওয়েবসাইট নিয়ে আজকের টিউন। আমাদের অধিকাংশ কম্পিউটার ব্যবহারকারীই পাইরেটেড কপির উইন্ডোজ এবং ফ্রি সফটওয়্যার ব্যবহার করে থাকি। সীমিত সংখ্যক ব্যবহারকারী উইন্ডোজ এবং বিভিন্ন সফটওয়্যার ক্রয় করে ব্যবহার করে থাকে। আজকের টিউনে ৬টি ফ্রি সফটওয়্যার ডাউনলোড ওয়েবসাইট এর বিবরণ দেওয়া হলো।

আমরা সকলেই কম বেশী ফ্রি সফটওয়্যার ব্যবহারে আগ্রহী এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে ফ্রি সফটওয়্যার ডাউনলোড করার চেষ্টা করি। কিন্তু কিছু ওয়েবসাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করতে পারি না কিংবা ডাউনলোড হলেও নানা সমস্যার সম্মূখীন হতে হয়।

নিচের ওয়েবসাইটগুলো থেকে খুব সহজেই কোনো সমস্যা ছাড়াই ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

প্রথমে ভিজিট করবো FileHippo ওয়েবসাইট। ফ্রি সফটওয়্যার ডাউনলোডের ক্ষেত্রে FileHippo জনপ্রিয় এবং প্রথম সারির ওয়েবসাইট।

filehippo website for free software download

দ্বিতীয়তে আমরা FileHorse ভিজিট করবো। ফ্রি সফটওয়্যারের ক্ষেত্রে এ ওয়েবসাইটটিও খুব ভাল।

filehorse website for free software download

তৃতীয়তে আমরা aFreeGo ভিজিট করবো। বিভিন্ন ক্যাটাগরির সফটওয়্যার পাবেন এখানে। প্রয়োজনীয় সফটওয়্যার ফ্রিতে ডাউনলোড করতে পারেন।

afreego website for download free software

চতুর্থে আমরা ভিজিট করবে Techno360 ওয়েবসাইট। Techno360 ওয়েবসাইট থেকে  ফ্রি এবং ট্রায়াল ভার্সন বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করতে পারেন।

techno360 website for download free software

পঞ্চমে আমরা ভিজিট করবো LO4D ওয়েবসাইট। এ ওয়েবসাইটটিতে মোবাইল সংক্রান্ত বেশ কিছু সফটওয়্যার পাওয়া যায়।

log4d website for download free software

ষষ্ঠ এবং সর্বশেষ ভিজিট করবো 100Downloads ওয়েবসাইট। হয়তো অনেকের কাছে ওয়েবসাইটটি পরিচিতি। এখানেও আপনি পেতে পারেন নানা প্রকার সফটওয়্যার।

100-downloads website for download free software

এছাড়া ভিন্ন কোনো ওয়েবসাইটের ঠিকানা জানা থাকলে কমেন্টস করুন। পোষ্টটি পড়ে প্রয়োজনীয় মনে হলে বা ভাল লাগলে শেয়ার করুন।

error: Content is protected !!
Scroll to Top