Word Templates শীর্ষক টিউটোরিয়ালে কিভাবে এম এস ওয়ার্ড টেমপ্লেট তৈরি করবেন এবং তৈরিকৃত টেমপ্লেট ব্যবহার করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
যা শিখবো, তা এক নজরে-
What is Microsoft Word Templates 2019?
Word Template হলো মাইক্রোসফট ওয়ার্ড এ্যাপ্লিকেশনে পূর্বে নির্ধারণ করা নির্দিষ্ট কোন কাজের জন্য প্রয়োজনীয় ডেমো তথ্য দ্বারা ফরমেট করা ফাইল।
যেমন: এম এস ওয়ার্ড ২০১৯ ভার্সনে প্রফেশনাল কোয়ালিটি বিজনেজ, কার্ডস, ফ্লায়ার, লেটার, এডুকেশন, রিজিউম, কভার লেটার ইত্যাদি ক্যাটাগরির টেমপ্লেট পূর্ব থেকে তৈরি করা থাকে।
ফলে সহজেই ঐ সকল টেমপ্লেট ব্যবহার করে সামান্য ফরমেটের পরিবর্তন করে অল্প সময়ে প্রয়োজনীয় কাজ সম্পাদন করা যায়।
How to create a new document using the MS Word 2019 template?
খুব সহজেই এম এস ওয়ার্ড ২০১৯ এর টেমপ্লেট ব্যবহার করে কোন প্রতিষ্ঠানের সনদপত্র তৈরি করা করতে পারবেন।
এম এস ওয়ার্ড ২০১৯ চালু করলে প্রথমেই বিভিন্ন ক্যাটাগরীর টেমপ্লেট প্রদর্শিত হবে। যদি দেখা না যায় তবে More Templates ক্লিক করে আরো অনেক টেমপ্লেট দেখা যাবে।
যেহেতু এ টিউটোরিয়ালে প্রতিষ্ঠানের সনদপত্র তৈরি করবো সেহেতু Cat Sitter টেমপ্লেটটি সিলেক্ট করুন।
(আপনি আপনার প্রয়োজনীয় কাজের অনুসারে টেমপ্লেট নির্বাচন করতে পারেন।)
- প্রদর্শিত ডায়ালগ বক্স হতে Create বাটনে ক্লিক করুন।
লক্ষ্য করুন, টেমপ্লেটটি প্রদর্শিত হয়েছে।
এবারে পূর্বের তথ্যসমূহ মুছে প্রয়োজনীয় তথ্য টাইপ করুন এবং সংরক্ষণ করুন।
Microsoft word 2019 templates – free download
সক্রিয় ইন্টারনেট এর মাধ্যমে নিম্নের লিংক থেকে মাইক্রোসফট ওয়ার্ড এর টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন। যা ব্যবহার করে খুব সহজে বিভিন্ন প্রয়োজনীয় কাজ সম্পাদন করতে পারবেন।
মাইক্রোসফট ওয়ার্ড ২০১৯ টেমপ্লেটস – ফ্রি ডাউলোড লিংক
How to create a new template in word 2019?
ওপরের বর্ণনা থেকে টেমপ্লেট সম্পর্কে জানতে পেরেছি। ওয়ার্ড ডকুমেন্ট কিভাবে ওয়ার্ড টেমপ্লেট হিসেবে সংরক্ষণ করবেন সে বিষয়ে আলোচনা করা হয়েছে।
- প্রয়োজনীয় ডকুমেন্টে ওপেন করুন কিংবা প্রয়োজনীয় স্টাইল দিয়ে সম্পাদন করুন।
- File ট্যাব ক্লিক করে Save As ক্লিক করুন।
এবারে টেমপ্লেট ফাইলটি কোথায় সংরক্ষণ করবেন তা নির্ধারণ করুন এবং ফাইলটির নাম টাইপ করে Save বাটন ক্লিক করুন।
তৈরিকৃত টেমপ্লেটটি পরবর্তীতে প্রয়োজনীয় কাজে ব্যবহার করা যাবে।
আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি।
ইনশাআল্লাহ্, পরবর্তীতে টেক্সট সিলেক্ট করা নিয়ে টিউন উপস্থাপন করবো। টিউনটি ইনফরমেটিক হলে বন্ধু ও পরিচিত মহলে শেয়ার করুন।