Styles Panel [Home Tab] এর বিভিন্ন কমাণ্ড নিয়ে তৈরি আজকের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ প্যানেল বা গ্রুপের গুরুত্বপূর্ণ কমাণ্ডসমূহ দ্বারা ডকুমেন্ট দৃষ্টি নন্দন ও কার্যকরী করতে ব্যবহৃত হয়ে থাকে।
যা শিখবো, তা এক নজরে-
স্টাইল প্রয়োগ করা (Apply styles)
সাধারণত ডিফল্ট অবস্থায় Normal স্টাইল প্রয়োগ করা থাকে। প্রয়োজনে ভিন্ন স্টাইল প্রয়োগ করতে পারেন।
সিলেক্টকৃত টেক্সট/লাইন/প্যারাগ্রাফ প্রি-ডিফাইন স্টাইল প্রয়োগ করতে এ কমাণ্ড ব্যবহৃত হয়ে থাকে।

- প্রয়োজনীয় টেক্সট/লাইন/প্যারাগ্রাফ সিলেক্ট করুন।
- এবারে Home ট্যাবের Styles গ্রুপ/প্যানেল হতে প্রয়োজনীয় স্টাইল সিলেক্ট করুন।
নোট: Styles গ্রুপ/প্যানেল এর More আইকন ক্লিক করে আরো স্টাইল প্রদর্শন করতে পারবেন।

অথবা, Home ট্যাবের Styles গ্রুপ/প্যানেল এর More আইকন ক্লিক করে Apply Styles অপশন ক্লিক করেও স্টাইল প্রয়োগ করতে পারবেন।
স্টাইল তৈরি করা (Create a Style)
এম এস ওয়ার্ড ২০১৯ ডকুমেন্টে আপনার প্রয়োজনীয় স্টাইল তৈরি করে সংরক্ষণ করার জন্য এ কমাণ্ড ব্যবহৃত হয়ে থাকে।
- ডকুমেন্টের যে কোন টেক্সটকে প্রয়োজনীয় ফরমেট সম্পাদন করুন। অর্থাৎ স্টাইলে যে সমস্ত ফরমেট করতে চান।
- টেক্সটটি সিলেক্ট করুন।
- Home ট্যাবের Styles গ্রুপ/প্যানেল এর More আইকন ক্লিক করে প্রদর্শিত অপশন হতে Create a Style ক্লিক করুন।

- এবারে প্রদর্শিত ডায়ালগ বক্সের স্টাইলের নাম টাইপ করুন এবং Ok বাটন ক্লিক করুন।
নোট: Modify বাটনে ক্লিক করে স্টাইলে প্রয়োগকৃত ফরমেটসমূহ পরিবর্তন বা সংযোজন করতে পারবেন।
তৈরিকৃত স্টাইল ডিলিট করা (Delete Created Style)
এম এস ওয়ার্ড ২০১৯ ডকুমেন্টে আপনার তৈরিকৃত স্টাইল মুছে ফেলার জন্য এ কমাণ্ড ব্যবহৃত হয়ে থাকে।
চিত্র ৪

- Home ট্যাবের Styles গ্রুপ/প্যানেল এ অবস্থিত তৈরিকৃত স্টাইলের ওপর মাউসের রাইট বাটন ক্লিক করুন।
- অতপর প্রদর্শিত মেন্যু হতে Remove from Style Gallery ক্লিক করুন।
লক্ষ্য করুন, আপনার তৈরিকৃত স্টাইলটি স্টাইল গ্যালারী হতে মুছে গেছে।
ফরমেটিং বাতিল করা (Clear Formatting)
সিলেক্টকৃত টেক্সট/লাইন/প্যারাগ্রাফ এর ফরমেট বাতিল করতে এ কমাণ্ড ব্যবহৃত হয়ে থাকে।

- প্রয়োজনীয় টেক্সট/লাইন/প্যারাগ্রাফ সিলেক্ট করুন।
- Home ট্যাবের Styles গ্রুপ/প্যানেল এর More আইকন ক্লিক করে প্রদর্শিত অপশন হতে Clear Formatting ক্লিক করুন।
লক্ষ্য করুন, সিলেক্টকৃত টেক্সট/লাইন/প্যারাগ্রাফ এর ফরমেট বাতিল হয়েছে।
- Clipboard Panel এর ওপর বিস্তারিত টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন।
- Font Panel এর ওপর বিস্তারিত টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন।
- Paragraph Panel এর ওপর বিস্তারিত টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন।
- Editing Panel এর ওপর বিস্তারিত টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন।
Styles Panel [Home Tab] এর বিভিন্ন কমাণ্ডসমূহের ব্যবহার ও প্রয়োগ নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল এখানে শেষ করছি। টিউটোরিয়ালটি ইনফরমেটিক হলে পরিচিত ও বন্ধু মহলে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার আমাদের টিউটোরিয়াল তৈরিতে আগ্রহ এবং মান উন্নয়নে সহায়ক হবে।