Pages Panel [Insert Tab] এর বিভিন্ন অপশন নিয়ে আজকের টিউনে আপনাকে স্বাগতম। এ প্যানেলটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কমাণ্ডসমূহ রয়েছে; যেমন: Cover Page, Blank Page এবং Page Break
যা শিখবো, তা এক নজরে-
কভার পেজ কমাণ্ডের ব্যবহার (Using Cover Page Command)
এ্যাকটিভ ডকুমেন্টের জন্য বিল্ট-ইন কভার পেজ যুক্ত এবং নিজের প্রয়োজন অনুসারে শুদ্ধ করতে এ কমাণ্ড ব্যবহৃত হয়ে থাকে।
![Pages Panel [Insert Tab] How to add cover page in MS Word 2019 Bangla Tutorial](https://tutorial.hamimit.com/wp-content/uploads/2022/06/1-Pages-Panel-Insert-Tab-How-to-add-cover-page-in-MS-Word-2019-Bangla-Tutorial.webp)
- ডকুমেন্টে কভার পেজ যুক্ত করতে নিম্নের পদ্ধতি অনুসরণ করুন।
- Insert ট্যাবের Pages গ্রুপ/প্যানেল এর Cover Page আইকনের ওপর ক্লিক করুন।
![Pages Panel [Insert Tab] How to insert cover page in MS Word 2019 Bangla Tutorial](https://tutorial.hamimit.com/wp-content/uploads/2022/06/2-Pages-Panel-Insert-Tab-How-to-insert-cover-page-in-MS-Word-2019-Bangla-Tutorial.webp)
- এবারে প্রদর্শিত কভার পেজের বিভিন্ন ডিজাইন হতে পছন্দনীয় ডিজাইনের ওপর ক্লিক করুন।
- লক্ষ্য করুন, ডকুমেন্টের প্রথম পৃষ্ঠায় আপনার পছন্দের কভার পেজ যুক্ত হয়েছে।
নোট: প্রয়োজনে কভার পেজ এর ফরমেট পরিবর্তন করতে পারবেন।
Office.com থেকে কভার পেজ ব্যবহার করা (More Cover Pages from Office.com)
- অফিস ডট কম থেকে ফ্রি কভার পেজ যুক্ত করতে এ কমাণ্ড ব্যবহৃত হয়ে থাকে।
- Insert ট্যাবের Pages গ্রুপ/প্যানেল এর Cover Page আইকনের ওপর ক্লিক করুন।
- প্রদর্শিত মেন্যু হতে More Cover Pages from Office.com ক্লিক করুন এবং প্রয়োজনীয় কভার পেজ এর ওপর ক্লিক করুন।
![Pages Panel [Insert Tab] How to insert cover page from office dot com in MS Word 2019 Bangla Tutorial](https://tutorial.hamimit.com/wp-content/uploads/2022/06/3-Pages-Panel-Insert-Tab-How-to-insert-cover-page-from-office-dot-com-in-MS-Word-2019-Bangla-Tutorial.webp)
- এবারে প্রদর্শিত কভার পেজের বিভিন্ন ডিজাইন হতে পছন্দনীয় ডিজাইনের ওপর ক্লিক করুন।
- লক্ষ্য করুন, ডকুমেন্টের প্রথম পৃষ্ঠায় আপনার পছন্দের কভার পেজ যুক্ত হয়েছে।
নোট: প্রয়োজনে কভার পেজ এর ফরমেট পরিবর্তন করতে পারবেন।
কারেন্ট কভার পেজ রিমুভ করা (Remove Current Cover Page)
ডকুমেন্টে যুক্ত করা কভার পেজ মুছে ফেলতে এ কমাণ্ড ব্যবহৃত হয়।
- কার্সর ডকুমেন্টের যে কোন স্থানে রাখুন।
- Insert ট্যাবের Pages গ্রুপ/প্যানেল এর Cover Page আইকনের ওপর ক্লিক করুন।
- প্রদর্শিত মেন্যু হতে Remove Current Cover Page ক্লিক করুন।

লক্ষ্য করুন, ডকুমেন্টের যুক্ত কভার পেজটি মুছে গেছে।
ডকুমেন্টের যে কোন স্থানে খালি পৃষ্ঠা যুক্ত করা (Add a blank page anywhere in your document)
কার্সর অবস্থিত স্থানে নতুন খালি পৃষ্ঠা যুক্ত করতে এ কমাণ্ড ব্যবহৃত হয়।
- ডকুমেন্টের যেখানে নতুন পৃষ্ঠা যুক্ত করতে চান কার্সর সেখানে রাখুন।
- Insert ট্যাবের Pages গ্রুপ/প্যানেল এর Blank Page ক্লিক করুন।

লক্ষ্য করুন, ডকুমেন্টে কার্সর অবস্থিত পৃষ্ঠার নিচে নতুন খালি পৃষ্ঠা যুক্ত হয়েছে।
পেজ ব্রেক কমাণ্ডের ব্যবহার (Using Page Break Command)
প্রয়োজনীয় স্থান থেকে পৃষ্ঠা বিভাজন করে কার্সর নতুন পৃষ্ঠায় মুভ করার জন্য এ কমাণ্ড ব্যবহৃত হয়ে থাকে।
- ডকুমেন্টের যেখান থেকে পৃষ্ঠা বিভাজন করতে চান কার্সর সেখানে রাখুন।
- Insert ট্যাবের Pages গ্রুপ/প্যানেল এর Page Break ক্লিক করুন।
![Pages Panel [Insert Tab] How to page break in MS Word 2019 Bangla Tutorial](https://tutorial.hamimit.com/wp-content/uploads/2022/06/6-Pages-Panel-Insert-Tab-How-to-page-break-in-MS-Word-2019-Bangla-Tutorial.webp)
লক্ষ্য করুন, কার্সর অবস্থিত স্থান থেকে পৃষ্ঠা বিভাজন হয়ে কার্সর পরবর্তী পৃষ্ঠায় অবস্থান করছে।
- Tables Panel এর ওপর বিস্তারিত টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন।
- Illustrations Panel এর ওপর বিস্তারিত টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন।
- Add-ins Panel এর ওপর বিস্তারিত টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন।
- Media Panel এর ওপর বিস্তারিত টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন।
- Links Panel এর ওপর বিস্তারিত টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন।
- Comments Panel এর ওপর বিস্তারিত টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন।
- Header & Footer Panel এর ওপর বিস্তারিত টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন।
- Text Panel এর ওপর বিস্তারিত টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন।
- Symbols Panel এর ওপর বিস্তারিত টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন।
Pages Panel [Insert Tab] এর বিভিন্ন কমাণ্ডসমূহের ব্যবহার ও প্রয়োগ নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল এখানে শেষ করছি। টিউটোরিয়ালটি ইনফরমেটিক হলে পরিচিত ও বন্ধু মহলে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার আমাদের টিউটোরিয়াল তৈরিতে আগ্রহ এবং মান উন্নয়নে সহায়ক হবে।