Illustrations Panel [Insert Tab] এর বিভিন্ন অপশন নিয়ে তৈরি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ প্যানেলটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কমাণ্ডসমূহ রয়েছে। যেমন¾ Picture, Shapes, Icons, SmartArt, Chart এবং Screenshot
![Illustrations Panel [Insert Tab] - MS Word 2019 Bangla Tutorial](https://tutorial.hamimit.com/wp-content/uploads/2022/06/1-Illustrations-Panel-Insert-Tab-MS-Word-2019-Bangla-Tutorial.webp)
যা শিখবো, তা এক নজরে-
Pictures কমান্ড এর ব্যবহার (Using Pictures Command)
Illustrations Panel এর Pictures কমাণ্ড দ্বারা ডকুমেন্টে কম্পিউটার কিংবা অনলাইন হতে ছবি যুক্ত করার কাজে ব্যবহৃত হয়।
কম্পিউটারে সংরক্ষিত ছবি যুক্ত করা
- যেখানে ছবি যুক্ত বা সংযোজন করতে চান কার্সর সেখানে রাখুন।
- Insert ট্যাবের Illustrations গ্রুপ/প্যানেল এর Pictures আইকনের ওপর ক্লিক করুন।
- প্রদর্শিত মেন্যু হতে This Device সিলেক্ট করুন।

- এবারে প্রয়োজনীয় ছবির লোকেশন থেকে ছবিটি সিলেক্ট করে Insert বাটন ক্লিক করুন।

লক্ষ্য করুন, কার্সর অবস্থিত স্থানে সিলেক্টকৃত ছবিটি যুক্ত হয়েছে। ছবি ফরমেটের বিভিন্ন অপশন সম্পর্কে জানতে ভিডিও দেখুন।
অনলাইন হতে ছবি যুক্ত করা
- যেখানে ছবি যুক্ত বা সংযোজন করতে চান কার্সর সেখানে রাখুন।
- Insert ট্যাবের Illustrations গ্রুপ/প্যানেল এর Pictures আইকনের ওপর ক্লিক করুন।
- প্রদর্শিত মেন্যু হতে Online Pictures সিলেক্ট করুন।

- এবারে বিভিন্ন ক্যাটাগরি থেকে প্রয়োজনীয় ছবিটি সিলেক্ট করে Insert বাটন ক্লিক করুন।

লক্ষ্য করুন, কার্সর অবস্থিত স্থানে সিলেক্টকৃত ছবিটি যুক্ত হয়েছে।
নোট: ছবি ফরমেটের বিভিন্ন অপশন সম্পর্কে জানতে ভিডিও দেখুন।
Shapes কমান্ড এর ব্যবহার (Using Shapes Command)
এ কমাণ্ড দ্বারা ডকুমেন্টে কম্পিউটারে সংরক্ষিত বিভিন্ন সেইপ যুক্ত করার কাজে ব্যবহৃত হয়।
- Insert ট্যাবের Illustrations গ্রুপ/প্যানেল এর Shapes আইকনের ওপর ক্লিক করুন।

- এবারে মাউস দ্বারা প্রয়োজনীয় সেইপ সিলেক্ট করুন এবং ড্রাগ করে আঁকুন।
নোট: সেইপটির বিভিন্ন ফরমেট সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিও দেখুন।
Icons কমান্ড এর ব্যবহার (Using Icons Command)
ডকুমেন্টে ইন্টারনেট থেকে বিভিন্ন আইকন যুক্ত করার জন্য এ কমাণ্ড ব্যবহৃত হয়। এক্ষেত্রে ডকুমেন্টে আইকন যুক্ত করতে হলে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
- যেখানে আইকন যুক্ত করতে চান কার্সর সেখানে রাখুন।
- Insert ট্যাবের Illustrations গ্রুপ/প্যানেল এর Icons এর ওপর ক্লিক করুন।

- প্রদর্শিত Insert Icons এর ডায়ালগ বক্স হতে প্রয়োজনীয় ক্যাটাগরি সিলেক্ট করে প্রয়োজনীয় আইকন সিলেক্ট করে Insert বাটন ক্লিক করুন।

- লক্ষ্য করুন, কার্সর অবস্থিত স্থানে সিলেক্টকৃত আইকন যুক্ত হয়েছে।
নোট: আইকনটির বিভিন্ন ফরমেট সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিও দেখুন।
3D Models কমান্ড এর ব্যবহার (Using 3D Models Command)
এ কমাণ্ড দ্বারা ডকুমেন্টে কম্পিউটার কিংবা অনলাইন থেকে সংরক্ষিত বিভিন্ন ৩ডি মডেল যুক্ত করার জন্য এ কমাণ্ড ব্যবহৃত হয়।
অনলাইন থেকে ৩ডি মডেল যুক্ত করতে চাইলে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

কম্পিউটারে সংরক্ষিত ৩ডি মডেলস যুক্ত করা
- Insert ট্যাবের Illustrations গ্রুপ/প্যানেল এর 3D Models এর ডান দিকের ড্রপ-ডাউন আইকনের ওপর ক্লিক করে This Device ক্লিক করুন।

- এবারে প্রয়োজনীয় ৩ডি মডেল সিলেক্ট করে Insert বাটন ক্লিক করুন।
Stock 3D Models হতে যুক্ত করা
- Insert ট্যাবের Illustrations গ্রুপ/প্যানেল এর 3D Models এর ডান দিকের ড্রপ-ডাউন আইকনের ওপর ক্লিক করে Stock 3D Models ক্লিক করুন।
- স্মরণীয় যে, এক্ষেত্রে আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

- এবারে প্রয়োজনীয় ক্যাটাগরি থেকে প্রয়োজনীয় ৩ডি মডেল সিলেক্ট করে Insert বাটন ক্লিক করুন।
নোট: Stock 3D Models সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিও দেখুন।
SmartArt গ্রাফিক যুক্ত করা (Insert SmartArt Graphic)
কম্পিউটারে সংরক্ষিত বিভিন্ন স্মার্টআর্ট গ্রাফিক যুক্ত করতে এ কমাণ্ড ব্যবহৃত হয়।

- যেখানে SmartArt Graphic যুক্ত করতে চান কার্সর সেখানে রাখুন।
- Insert ট্যাবের Illustrations গ্রুপ/প্যানেল এর SmartArt এর ওপর ক্লিক করুন। ফলে নিচের চিত্রের মত ডায়ালগ বক্স প্রদর্শিত হবে।

- এবারে ক্যাটাগরি হতে প্রয়োজনীয় স্মার্টআর্ট সিলেক্ট করে Ok ক্লিক করুন।
নোট: SmartArt Graphic সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিও দেখুন।
Chart বা Graph (লেখচিত্র) যুক্ত করা (Insert Chart or Graph)
ডকুমেন্টে বিভিন্ন ধরণের চার্ট বা গ্রাফ (লেখচিত্র) যুক্ত করতে এ কমাণ্ড ব্যবহৃত হয়।

- যেখানে চার্ট বা গ্রাফ যুক্ত করতে চান কার্সর সেখানে রাখুন।
- Insert ট্যাবের Illustrations গ্রুপ/প্যানেল এর Chart এর ওপর ক্লিক করুন। ফলে নিচের চিত্রের মত ডায়ালগ বক্স প্রদর্শিত হবে।
- প্রদর্শিত ডায়ালগ বক্স হতে প্রয়োজনীয় চার্টের ধরণ সিলেক্ট করে Ok বাটন ক্লিক করুন। ফলে নিচের মত চিত্র এক্সেল শিটসহ বিভিন্ন অপশন প্রদর্শিত হবে।
- এবারে এক্সেল শিটে গ্রাফের প্রয়োজনীয় তথ্য ইনপুট করুন এবং X ক্লিক করুন।
নোট: Chart/Graph সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিও দেখুন।
Screen Clipping কমাণ্ডের ব্যবহার (Using Screen Clipping Command)
এ্যাকটিভ স্ক্রিন বা স্ক্রিনের অংশ Snapshot নিয়ে ডকুমেন্টে ব্যবহার করার জন্য এ কমান্ড ব্যবহৃত হয়।

- Insert ট্যাবের Illustrations গ্রুপ/প্যানেল এর Screenshot এর ডানের ড্রপ ডাউন ক্লিক করে Screen Clipping ওপর ক্লিক করুন।
- অতপর মাউস দ্বারা প্রয়োজনীয় অংশ সিলেক্ট করুন।
লক্ষ্য করুন সিলেক্টকৃত অংশটুকু ডকুমেন্টে যুক্ত হয়েছে।
- Pages Panel এর ওপর বিস্তারিত টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন।
- Tables Panel এর ওপর বিস্তারিত টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন।
- Add-ins Panel এর ওপর বিস্তারিত টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন।
- Media Panel এর ওপর বিস্তারিত টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন।
- Links Panel এর ওপর বিস্তারিত টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন।
- Comments Panel এর ওপর বিস্তারিত টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন।
- Header & Footer Panel এর ওপর বিস্তারিত টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন।
- Text Panel এর ওপর বিস্তারিত টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন।
- Symbols Panel এর ওপর বিস্তারিত টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন।
Illustrations Panel [Insert Tab] এর বিভিন্ন কমাণ্ডসমূহের ব্যবহার ও প্রয়োগ নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল এখানে শেষ করছি। টিউটোরিয়ালটি ইনফরমেটিক হলে পরিচিত ও বন্ধু মহলে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার আমাদের টিউটোরিয়াল তৈরিতে আগ্রহ এবং মান উন্নয়নে সহায়ক হবে।