কিভাবে এক্সেল ফাইল CSV ফরমেটে সংরক্ষণ করবেন? এক্সেল ২০১৬ – পর্ব ১০

How to Save Excel 2016 File as CSV? শীর্ষক টিউটোরিয়ালে কিভাবে এক্সেল ফাইল CSV বা Text ফরমেট সংরক্ষণ করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়েছে।

CSV ফাইল কি?

CSV এর পূর্ণরূপ হলো Comma Separated Values, যা টেক্সট ফাইল হিসেবে পরিচিত।

ফাইলে সাধারণ কমা চিহ্ন দিয়ে ডেটাসমূহ পৃথক করা হয়। তবে কখনও কখনও সেমিকোলন কিংবা অন্যান্য অক্ষরও ব্যবহার করা হয়ে থাকে।

এই ফাইলগুলি প্রায়শই বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলির মধ্যে ডেটা বিনিময় করার জন্য ব্যবহৃত হয়। বিস্তারিত: তথ্যসূত্র উইকিপিডিয়া

মূল কথা হলো, আপনি একটি অ্যাপ্লিকেশন থেকে একটি CSV ফাইলে জটিল ডেটা রফতানি করতে পারেন এবং তারপরে সেই CSV ফাইলের ডেটা অন্য কোনও অ্যাপ্লিকেশনে আমদানি করতে পারেন।

প্রয়োজনে অনেক সময় এক্সেল ফাইল CSV ফাইল ফরমেটে সংরক্ষণ করার প্রয়োজন হয়। CSV ফাইল হলো টেক্সট ফাইল। Notepad দ্বারা এ ফাইল ওপেন করা যাবে।

How to save excel 2016 file as CSV or TEXT format? (কিভাবে ওয়ার্কবুক সিএসভি ফরমেটে সংরক্ষণ করবেন?)

নিচের চিত্রের মত ওয়ার্কশীট তৈরি করুন। অথবা, আপনার ইচ্ছেমত প্রয়োজনীয় ফাইল সম্পাদন করুন।

How to save excel 2016 file as CSV or TEXT format image

এবারে শীটটি এ্যাকটিভ থাকাবস্থায় নিম্নের পদক্ষেপ অনুসরণ করুন।

  • File ক্লিক।
  • Save As ক্লিক, Browse ক্লিক করুন।

How to save excel 2016 file as CSV or TEXT format image

  • এবারে প্রদর্শিত Save As এর ডায়ালগ বক্সে ফাইল সংরক্ষণ করার লোকেশন, File Name এর পাশে ফাইলের নাম এবং Save As Type এর ড্রপ-ডাউন ক্লিক করে CSV (Comma delimited) সিলেক্ট করুন।

How to save excel 2016 file as CSV or TEXT format image

  • যেহেতু ফাইল সংরক্ষণের জন্য লোকেশন ডেস্কটপ দিয়েছে। তাই তৈরিকৃত CSV ফাইলটি ডেস্কটপে অবস্থান করবে। এবারে যে কোন টেক্সট এডিটর (নোটপ্যাড) ব্যবহার করে ফাইলটি ওপেন করুন, নিম্নের চিত্রের মত প্রদর্শিত হবে।

How to save excel 2016 file as CSV or TEXT format image

সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের টিউটোরিয়াল “How to Save Excel 2016 File as CSV? (Excel ফাইল CSV হিসেবে সেভ করা)” এখানেই শেষ করছি।

পূর্ববর্তী টিউটোরিয়াল: How to save excel 2016 file as PDF Format? (কিভাবে ওয়ার্কবুক পিডিএফ ফরমেটে সংরক্ষণ করবেন?)

পরবর্তী টিউটোরিয়াল: How to save excel 2016 file with password? (কিভাবে ওয়ার্কবুক পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ করবেন?)

টিউটোরিয়ালটি প্রয়োজনীয় মনে করে থাকলে বন্ধু এবং পরিচিত মহলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।

বাংলা ভাষায় মাইক্রোসফট অফিসের বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল পেতে ঘুরে আসতে পারেন ইউটিউব চ্যানেল