এক্সেল হল একটি স্প্রেডশীট এনালাইজার প্রোগ্রাম। এ অধ্যায়ে Excel 2019 ভার্সন কিভাবে শুরু করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
মূলত এক্সেল এর সকল ভার্সনই তথ্য সংরক্ষণ, সংগঠিত এবং বিশ্লেষণ করার সুবিধা প্রদান করে থাকে।
এ প্রোগ্রামটি অনুশীলনের মাধ্যমে খুব সহজেই যে কেউ শিখতে পারে এবং প্রোগ্রামের শক্তিশালী বৈশিষ্ট্যগুলির সুবিধা নিতে হয়।
এক্সেল কেন ব্যবহার করবেন এ সম্পর্কে পূর্বের টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রয়োজনে দেখে আসতে পারেন।
যদিও এই টিউটোরিয়ালের পদ্ধতিগুলি Excel 2019 এর উপর ভিত্তি করে তৈরি করা।
কিন্তু এক্সেল এর পূর্বের ভার্সন এবং পরবর্তী ভার্সনেও পদ্ধতিসমূহ প্রায় একই রকম।
যা শিখবো, তা এক নজরে-
কিভাবে ফ্রিতে পাবেন মাইক্রোসফট এক্সেল ২০১৯? (How to get Microsoft Excel 2019 for free?)
এক্সেল ২০১৯ হলো মাইক্রোসফট অফিস ২০১৯ প্যাকেজের একটি প্রোগ্রাম। অর্থাৎ অফিস ২০১৯ ইন্সটল করলেই এক্সেল ২০১৯ ইন্সটল হবে।
বাজারে বিভিন্ন দোকানে মাইক্রোসফট অফিস ২০১৯ এর সিডি খুব সস্তা মূল্যে পাওয়া যায়।
সেখানে থেকে ক্রয় করে সহজেই ইন্সটল করতে পারেন।
তাছাড়া পরিচিত কারো কম্পিউটারে মাইক্রোসফট অফিস ২০১৯ থাকলে পেন ড্রাইভের মাধ্যমে নিজের কম্পিউটারে ইন্সটল করে নিতে পারে।
তাছাড়া ইন্টারনেট থেকেও মাইক্রোসফট অফিস ২০১৯ ভার্সনটি পেয়ে যাবেন। তবে মাইক্রোসফট এর নিজস্ব সাইট থেকে ইন্সটল করা ভালো।
ফ্রি ডাউনলোড মাইক্রোসফট অফিস ২০১৯
কিভাবে মাইক্রোসফট অফিস ২০১৯ ইন্সটল করবেন? (How to Install Microsoft Office 2019)
উপরের লিংক থেকে অফিস ২০১৯ ডাউনলোড করুন।
ইউটিউবে অফিস ইন্সটল করার প্রচুর ভিডিও পেয়ে যাবেন। অনুগ্রহ করে দেখে নিলে ভাল হয়।
ইন্সটলেশনে যদি কোন সমস্যা হয় তবে কমেন্টস করতে পারেন। ইনশাআল্লাহ্ দ্রুত উত্তর দেয়ার চেষ্টা করবো।
কিভাবে মাইক্রোসফট অফিস ২০১৯ শুরু করবেন? (How to Started Excel 2019)
ইন্সটলেশন শেষ হলে স্টার্ট মেন্যু থেকে এক্সেল ২০১৯ চালু করুন। নিচের উইন্ডোর মত এক্সেল এর স্টার্টটিং উইন্ডো প্রদর্শিত হবে।

এবারে ওপরের চিত্রে Blank Workbook ক্লিক করে নতুন ওয়ার্কবুক চালু করতে করতে পারবেন।

এক্সেল ২০১৯ ভার্সনে কিভাবে তথ্য ইনপুট এবং বিভিন্ন ক্যালকুলেশন এবং ফরমেটে কার্য সম্পাদন করবেন তা পরবর্তীতে দেখানো হবে, ইনশাআল্লাহ্।
How to Get Started Excel 2019 টিউটোরিয়াল এখানেই শেষ করছি।
টিউটোরিয়ালটি তথ্য সমৃদ্ধ হলে বন্ধু এবং পরিচিত মহলে শেয়ার করতে ভুলবেন না।
আপনার একটি শেয়ার টিউটোরিয়াল তৈরিতে সহায়ক হবে।