How To Edit Text in MS Word 2019? শীর্ষক টিউটোরিয়ালে ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে লেখা Edit (শুদ্ধ) করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
এম এস ওয়ার্ড ডকুমেন্টে টেক্সট লেখার পর শুদ্ধ করার প্রয়োজন হয়। টেক্সট শুদ্ধ করার জন্য কিবোর্ডের বিভিন্ন কী ব্যবহার করা হয়। তবে এক্ষেত্রে কার্সর মুভমেন্ট সম্পর্কে জানতে হবে। নিম্নে কীসমূহ বর্ণিত হলো:
কীসমূহ | কাজের বিবরণ |
---|---|
Backspace | কার্সর অবস্থিত বায়ের একটি অক্ষর (Character) মুছবে। |
Ctrl + Backspace | কার্সর অবস্থিত বায়ের একটি শব্দ (Word) মুছবে। |
Delete | কার্সর অবস্থিত ডানের একটি অক্ষর (Character) মুছবে। |
Ctrl + Delete | কার্সর অবস্থিত ডানের একটি শব্দ (Word) মুছবে। |
Insert | On থাকলে কার্সরের ডানে টেক্সট থাকলে তা ওভাররাইট করবে। |
নোট: এছাড়া কোন টেক্সট সিলেক্টকৃত অবস্থায় থাকলে কিবোর্ডের Backspace ও Delete উভয় কী দ্বারাই মোছা যাবে।
যা শিখবো, তা এক নজরে-
How to edit text in MS Word document (কিভাবে এম এস ওয়ার্ড ডকুমেন্টেটে টেক্সট শুদ্ধ করবেন?)
ধরুন, ডকুমেন্টে A Quick Brown Foox Jumps Right Over The Lazy dog. টাইপ করেছেন। এমতাবস্থায় কার্সর লেখার ডানে অবস্থান করবে।

লক্ষ্য করুন, Fox বানানটি ভুল হয়েছে। এবারে যদি আমরা Foox এর একটি O মুছে দিতে চাই তবে কিবোর্ডের লেফ্ট এ্যারো কী দ্বারা X এর বায়ে রাখবো অতপর কীবোর্ডের Backspace চাপলে কার্সরের বায়ের একটি অক্ষর মুছে যাবে।
কার্সর অবস্থিত বায়ের একটি শব্দ মুছতে কিবোর্ডের Ctrl + Delete কী চাপুন।
কার্সর অবস্থিত ডানের কোন অক্ষর মুছতে কিবোর্ডের Delete কী চাপুন। এবং ডানের একটি শব্দ মুছতে Ctrl + Delete চাপুন।
নোট: দ্রুত কার্সর মুভমেন্ট করার জন্য Ctrl চেপে এ্যারো কী ব্যবহার করুন।
এছাড়াও ডকুমেন্টের কোন শব্দ অন্য কোন দ্বারা প্রতিস্থাপন করতে চাইলেও তাও খুব সহজেই করা যায়। ডকুমেন্টে একটি শব্দ অন্য কোন শব্দ দ্বারা প্রতিস্থাপন করার পদ্ধতি বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।
How To Edit Text in MS Word 2019? শীর্ষক টিউটোরিয়ালে এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ্ পরবর্তীতে কিভাবে ওয়ার্ড ডকুমেন্ট কম্পিউটারে স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় সে বিষয়ে বিস্তারিত টিউটোরিয়াল উপস্থাপন করবো।
টিউটোরিয়ালটি ইনফরমেটিক হলে বন্ধু ও পরিচিত মহলে শেয়ার করুন। আপনার একটি শেয়ার আমাদের টিউটোরিয়াল তৈরিতে অনুপ্রাণিত করবে। টিউনে কোন সমস্যা বা কোন ভুল পরিলক্ষিত হলে অনুগ্রহ করে কমেন্টস করুন।