কিভাবে এম এস ওয়ার্ড ২০১৬ চালু করবেন এ টিউটোরিয়ালে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রথমে আমরা জানবো কিভাবে এ এ্যাপ্লিকেশন প্রোগ্রামটি চালু করা যায়।
তবে এক্ষেত্রে আপনার কম্পিউটারে এম এস অফিস ২০১৬ ইন্সটল করা থাকতে হবে।
আপনি একাধিক পদ্ধতিতে ওয়ার্ড ২০১৬ রান করতে পারেন।
Start বাটন থেকে:
- কম্পিউটারের স্টার্ট বাটন ক্লিক করুন।
- এবারে প্রদর্শিত মেন্যু হতে All Programs অপশন ক্লিক করুন।
- অতপর Microsoft Office সাব-মেন্যু ক্লিক করুন।
- এবারে Word 2016 খুঁজে বের করুন এবং ক্লিক করুন।
Desktop থেকে:
ডেস্কটপে যদি Word 2016 প্রোগ্রামের সর্টকাট আইকন থাকে তবে সেখানে ডাবল ক্লিক করেও চালু করা যাবে।
ডেস্কটপে যদি ওয়ার্ড ২০১৬ এর আইকন না থাকে তবে কিভাবে সর্টকাট আইকন বানাতে হয় তা ভিডিও টিউটোরিয়াল দেখুন।
Taskbar থেকে:
টাস্কবারে অবস্থিত ওয়ার্ড ২০১৬ এর আইকনে ক্লিক করেও চালু করা যাবে।
আপনার কম্পিউটারের টাস্কবারে যদি ওয়ার্ড ২০১৬ এর আইকনটি না থাকে তবে নিম্নের পদক্ষেপ গ্রহণ করুন:
- স্টার্ট বাটন ক্লিক করুন।
- এবারে Word 2016 খুঁজে বের করুন এবং তার ওপর মাউসের রাইট-বাটন ক্লিক করুন।
- প্রদর্শিত কনটেক্সট মেন্যু হতে Pin to Taskbar অপশনটি ক্লিক করুন।
- লক্ষ্য করুন, টাস্কবারে Word 2016 এর আইকন প্রদর্শিত হচ্ছে।
- এবারে আইকনের ওপর সিঙ্গেল ক্লিক করেও ওয়ার্ড ২০১৬ শুরু করতে পারবেন।
এম এস ওয়ার্ড ২০১৬ কী এবং কেন? বাংলা টিউটোরিয়াল ২০১৯ – পর্ব ০১
ইউজার ইন্টারফেস – এম এস ওয়ার্ড ২০১৬ বাংলা টিউটোরিয়াল ২০১৯ | পর্ব ০৩
আজ এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ্ পরবর্তীতে ওয়ার্ড ২০১৬ এর ইউজার ইন্টারফেস নিয়ে বিস্তারিত টিউন নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
টিউনে কোন ভুল কিংবা অসামঞ্জস্য দেখলে দয়া করে কমেন্ট করুন। আর যদি টিউটোরিয়ালটি তথ্যবহুল হয়ে থাকে তবে বন্ধুমহলে শেয়ার করুন।
8,419 total views, 31 views today
I want to write and teach others Please call me 8250225948